শ্রীরামপুরে বোমা ফেটে জখম ২ বালক
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
একটি জমির মাটি ভরাটের কাজ চলার সময় বোমা ফেটে গুরুতর জখম হল দুই বালক। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরের পি কে দাস লেনে। আহতদের শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল সাড়ে চারটে নাগাদ পি কে দাস লেনে একটি জমি মাটি ফেলে উঁচু করার কাজ চলছিল। তখনই সেখানে থাকা একটি শিশি বোমা কোনও ভাবে ফেটে যায়। তাতে বছর দশেকের মহম্মদ শোয়েব আনসারি এবং বারো বছরের শেখ সাহাবাজ আলম জখম হয়। হাসপাতাল সূত্রের খবর, দু’জনেরই শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত রয়েছে। পুলিশ ঘটনাস্থলে যায়। কী কারণে ওই বোমা সেখানে রাখা হয়েছিল, পুলিশ তা খতিয়ে দেখছে।
|
ডানকুনিতে সংঘর্ষ, জখম
নিজস্ব সংবাদদাতা • ডানকুনি |
দু’পক্ষের সংঘর্ষে আহত হলেন এক মহিলা-সহ চার জন। রবিবার বিকেলে ডানকুনি থানার গোবরার ঘটনা। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ জানিয়েছে, মারপিটে জড়িত থাকার অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।
|
জন্মদিন উদযাপন
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
সম্প্রতি পালিত হল প্রয়াত স্বাধীনতা সংগ্রামী, আরামবাগের কংগ্রেস নেতা শান্তিমোহন রায়ের ৯৮ তম জন্মদিবস। পুড়শুড়ার বিধায়কও ছিলেন তিনি।
|
‘বইয়ের বিকল্প বই’ এই স্লোগান নিয়েই ২০১৪ সালের ১১ জানুয়ারি শরৎ সদনে শুরু হতে চলেছে হাওড়া বইমেলা। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। এ বছর মেলার রজতজয়ন্তী বর্ষে থাকছে ৬০টি বইয়ের দোকান। পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার পরিষেবা দফতর অনুমোদিত ও স্থানীয় গ্রন্থাগার অথরিটির উদ্যোগে মেলায় এক দিন নিখরচায় চিকিৎসার সুযোগ থাকছে। চিকিৎসক হিসেবে থাকবেন খোদ হাওড়ার মেয়র রথীন চক্রবর্তী। পশ্চিমবঙ্গ সরকারের দু’বছরের সাফল্য নিয়ে জেলা তথ্য-সংস্কৃতি দফতর একটি প্রদর্শনীর আয়োজন করেছে। প্রতি দিন ১-৮টা পর্যন্ত মেলা চালু থাকবে। বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক নিশীথ সরকার বলেন, “জেলার ১৩৬টি গ্রন্থাগার এই মেলা থেকে বই কিনবে বলে জানিয়েছে।”
|
দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসবে আসা দর্শনার্থীদের বাড়তি চাপ সামলাতে দুই জোড়া বিশেষ লোকাল ট্রেন চালানো হবে। সোমবার পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, আগামী ১ জানুয়ারি, বুধবার কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বর মন্দিরে প্রচুর মানুষের সমাগম হবে। সেই জন্য শিয়ালদহ-ডানকুনি শাখায় বিশেষ ওই ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। শিয়ালদহ থেকে ভোর ৫টা ২৫ এবং দুপুর ২টো ৩০ মিনিটে বিশেষ ট্রেন ছাড়বে। অন্য দিকে ডানকুনি থেকে সকাল ৬টা ২০ এবং বিকেল ৩টে ২০ মিনিটে ট্রেন দু’টি শিয়ালদহ ফেরত আসবে।
|
পাঁচলার গঙ্গাধরপুর শিক্ষণ মন্দিরে ৪৭ তম দেশ ও জাতি সম্পর্কে যুব প্রশিক্ষণ শিবির শেষ হল সোমবার। উদ্যোক্তা অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল।
|
গ্রামে ১০০ দিনের কাজ প্রকল্পে পুকুর কাটার সময় উদ্ধার হল দু’টি পাইপগান। সোমবার সকালে ধনেখালির ভাণ্ডারহাটি পঞ্চায়েতের কেশবপুর গ্রামের ঘটনা। পুলিশ নিয়ে মরচে ধরা আগ্নেয়াস্ত্র দু’টি নিয়ে যায়। দীর্ঘদিন আগে অস্ত্র দু’টি কাপড়ে জড়িয়ে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল বলে পুলিশের ধারণা।
|
শ্রীরামপুর পুরসভা আয়োজিত চতুর্থ বইমেলা আগামী ৪-১২ জানুয়ারি চলবে স্টেশন-সংলগ্ন গাঁধী ময়দানে। থাকছে নানা অনুষ্ঠান। |