পিকনিক ও পর্যটন ক্ষেত্র হিসেবে সবুজ দ্বীপকে আরও আকর্ষণীয় করে তুলতে উদ্যোগী হল জঙ্গিপুর পুরসভা। এ ব্যাপারে পাশে দাঁড়িয়েছে পর্যটন দফতর। বরাদ্দ দেড় কোটি টাকার সিংহভাগই দেবে পর্যটন দফতর।
সবুজ দ্বীপে পর্যটক টানতে তৈরি করা হবে কটেজ। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও তা ভাড়া দেওয়া হবে। তৈরি হচ্ছে বাগান, ফোয়ারা। নবরূপে সেজে ওঠা এই দ্বীপের প্রবেশমূল্যও বাড়াচ্ছে পুরসভা। ১ জানুয়ারি থেকে পর্যটকদের প্রবেশমূল্য ২ টাকার পরিবর্তে ৫ টাকা করা হবে।
ইতিমধ্যেই সেখানে ভিড় চোখে পড়ছে। দ্বীপে ভাগীরথীর পাড় বরাবর গাড়ির পার্কিং ব্যবস্থার সঙ্গে রয়েছে রান্না বান্নার পর্যাপ্ত জায়গা।
ভাগীরথীর বুকে গজিয়ে ওঠা ৬৪ একরের ওই চরে ১৯৯৮ সালে তৎকালীন বাম পরিচালিত জেলা পরিষদ ও জঙ্গিপুর পুরসভা মিলে প্রায় ৩৮ লক্ষ টাকা ব্যয়ে এই দ্বীপটি পর্যটন কেন্দ্র হিসেবে সাজিয়ে তোলে। কিন্তু রক্ষণাবেক্ষণের খরচ সামলাতে না পেরে একটি বেসরকারি সংস্থাকে দ্বীপটি লিজ দেয়। ট্রয় ট্রেন, নানা ধরণের দোলনা, বোটিং এর সুবিধা চালু করলেও বছর দু’য়েক পর লোকসানের কারণ দেখিয়ে পালায় ওই সংস্থা। ফের দ্বীপের দেখভালের দায়িত্ব নেয় পুরসভা।
পুরপ্রধান মোজাহারুল ইসলাম বলেন, ‘‘প্রায় একশো লোক এক সঙ্গে বসে খেতে পারবে এমন দু’টি কটেজ বানানোর কাজ চলছে। কটেজে থাকবে শৌচাগার, ডাইনিং রুম। যাতে শুধু পিকনিকের মরসুমে নয়, সম্বৎসর দ্বীপ থেকে কিছু উপার্জন করা যায়।’’ |