দুষ্কৃতী হানা রানাঘাটে
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
একই রাতে পাশাপাশি দু’টি বাড়িতে দুষ্কৃতীরা হানা দিয়ে কয়েক হাজার নগদ টাকা, সোনার গয়না ও মোবাইল নিয়ে চম্পট দিল। রবিবার মাঝরাতে নদিয়ার পায়রাডাঙ্গার পার্বতীপুরে শান্তিগোপাল বন্দ্যোপাধ্যায় নামে এক বৃদ্ধের বাড়িতে হানা দেয় ডাকাতরা। সেখানে অপারেশন সেরে খানিকটা দূরে পেশায় ফল ব্যবসায়ী অসিত বিশ্বাসের বাড়িতে চড়াও হয় ওই দুর্বৃত্তেরা। অভিযোগ, দু’টি বাড়ি থেকেও ডাকাতেরা নগদ টাকা, সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে ডাকাতরা। রানাঘাটের এসডিপিও আজহার এ তৌসিফ বলেন, “একই ডাকাত দল ওই কাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” অন্য দিকে, আচমকা একদল দুষ্কৃতী রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের জরুরী ওয়ার্ডে হামলা চালাল। দুষ্কৃতীদের ছোড়া ইটে জখম হয় এক চতুর্থ শ্রেনীর এক কর্মী। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ আসার আগেই দুর্বৃত্তেরা পালিয়ে যায়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অধীপ ঘোষ বলেন, “কেন দুষ্কৃতীরা হামলা চালাল তা বোঝা যাচ্ছে না।”
|
ঘুষ নেওয়ার নালিশ
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
‘নিজগৃহ নিজভূমী’ প্রকল্পে অর্ন্তভুক্ত করিয়ে দেওয়ার টোপ দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠল ভারতী মণ্ডল নামের এক মহিলার বিরূদ্ধে। স্থানীয় মানুষের দাবি, ভারতীদেবী নিজেকে তৃণমূল নেত্রী বলে দাবি করে জমি ও ঘর পাইয়ে দেওয়ার নামে শিকারপুর এলাকার বেশ কয়েকজনের কাছ থেকে লক্ষাধিক টাকা তুলেছেন। যদিও ভারতীদেবীর দাবি, ‘‘ওই টাকা নিয়েছে ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরের কর্মী মহাদেব চৌধুরী। প্রতিবাদ করলে চক্রান্ত করে আমার বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলছে মহাদেববাবু।’’ মহাদেববাবু অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। সোমবার ওই ঘটনায় উত্তেজনা ছড়ায় করিমপুর-১ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরে। উত্তেজিত জনতা অফিসে ভাঙচুর চালায় বলেও জানা গিয়েছে।
|
অগ্নিদগ্ধ ছাত্রীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
মৃত্যুর সঙ্গে ছয়দিন লড়াইয়ের পর সোমবার মৃত্যু হল অগ্নিদগ্ধ সেই নবম শ্রেনীর ছাত্রীর। গত মঙ্গলবার দুপুরে নদিয়ার কল্যাণী মাঝের চর এলাকায় বাসিন্দা ওই ছাত্রীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। গুরুতর জখম অবস্থায় তাকে ভর্তি করা হয় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি হাসপাতাল সুপার নিরুপম বিশ্বাসকে জানিয়েছিল সোনাই গঙ্গোপাধ্যায় নামে স্থানীয় এক যুবক তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। মেয়েটির দাদা ওই যুবকের নামে অভিযোগ দায়ের করেন থানায়। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই সোনাই পলাতক।
|
ভাগীরথীতে তলিয়ে যাওয়া এক যুবকের দেহ উদ্ধার করিল পুলিশ। রবিবার শান্তিপুর শ্মশানে প্রতিবেশী যুগল রায়কে সৎকার করতে এসে জলে তলিয়ে যান রানাঘাটের পাইকপাড়ার বাসিন্দা সুব্রত রায় (২৮)।
|
লরির ধাক্কায় মৃত্যু হল ধীরাজ সাধুখাঁ (৪৫) নামে এক ব্যক্তির। তিনি চাপড়ার বৃত্তিহুদার বাসিন্দা। রবিবার বিকেলে লরির ধাক্কায় মারা যান ধীরাজবাবু। |