টুকরো খবর |
ফল প্রকাশে দেরি, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ না করায় স্কুলে এসে বিক্ষোভ দেখালো ছাত্রীরা। সঙ্গ দেন অভিভাবকেরাও। সোমবার দাসপুরের টালিভাটায় খাড় রাধাকৃষ্ণপুর ভগবতী বালিকা বিদ্যালয়ে প্রায় দু’ঘন্টা ধরে বিক্ষোভ চলে। এ দিন বিকাল পাঁচটার পর মৌখিক ভাবে ছাত্রীদের প্রাপ্ত নম্বর জানানো হলে বিক্ষোভ উঠে যায়। স্কুলের পক্ষ থেকে মঙ্গলবার ছাত্রীদের মার্কশিট দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। জানুয়ারি মাস থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। গত ২৩ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও তা হয়নি। তারপর স্কুলে ছুটি পড়ে যায়। ওই দিনই সোমবার ফল প্রকাশের কথা ঘোষণা করে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু এ দিনও ফলাফল প্রকাশিত না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে ছাত্রীরা। প্রধান শিক্ষিকা রুমা ঘোড়ুই এটিকে স্কুলের আভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে কোনও মন্তব্য করতে চাননি।
|
ধর্ষণের চেষ্টা, যুবককে টাঙির কোপ বধূর
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
ধর্ষণের উদ্দেশ্যে এসে বধূর হাতে টাঙির কোপে গুরুতর জখম হল এক যুবক। পরিস্থিতি বেগতিক দেখে পলাতক তাঁর সঙ্গে থাকা অন্য এক যুবক। রবিবার গভীর রাতে চন্দ্রকোনা রোডের বলরামপুরের ঘটনা। আহত নেপা মুর্মু নামে ওই যুবক চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি। সোমবার নেপা ও তাঁর সঙ্গে থাকা অন্য এক যুবক রঞ্জন হেমব্রমের বিরুদ্ধে ওই মহিলা পুলিশে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন রাতে বলরামপুরে নিজের বাড়িতে ওই মহিলা ও তাঁর স্বামী ঘুমোচ্ছিলেন। রাত একটা নাগাদ ওই গ্রামেরই বাসিন্দা নেপা ও রঞ্জন দরজা ভেঙে ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করে। অভিযোগ, ওই বধূকে বাড়ি থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টাও করা হয়। অন্য একজন তাঁর স্বামীকে বাড়িতে তালাবন্দি করে পালানোর ছক কষে। কিন্তু ওই দুই যুবককে তাঁরা ধরে ফেলে। তখন নেপা ও রঞ্জন পালানোর চেষ্টা করলে ওই মহিলা টাঙি দিয়ে নেপার মাথায় কোপ মারে। পরিস্থিতি দেখে রঞ্জন পালায়। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে নেপাকে হাসপাতালে ভর্তি করে।
|
গাঁধী স্মৃতি মেলা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
মোহনচাঁদ কর্মচন্দ গাঁধীর ১৯২৫ সালে কাঁথিতে প্রথম শুভাগমনের স্মৃতি বিজড়িত কাঁথির গাঁধী স্মৃতি প্রদর্শনী ও মেলা ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। |
|