|
|
|
|
দল ভাঙাতে তৎপর তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এ বার মেদিনীপুরেও দল ভাঙাতে তৎপর হল তৃণমূল। কয়েকদিন ধরেই শহরে জল্পনা চলছে, একাধিক কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দিতে পারেন। সোমবার মেদিনীপুরে এসে এক প্রশ্নের উত্তরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ মুকুল রায়ের মন্তব্য, “কয়েকজন কাউন্সিলর যোগাযোগ করেছেন। প্রাথমিক কথাবার্তা হয়েছে।” জেলা কংগ্রেস নেতৃত্ব অবশ্য জানিয়েছেন, দলের কোনও কাউন্সিলর দলবদল করতে চলেছেন বলে তাঁদের কাছে কোনও খবর নেই। সোমবার সকালে মেদিনীপুরে আসেন মুকুলবাবু। সার্কিট হাউসে জেলা নেতাদের নিয়ে এক বৈঠক করেন। দলীয় সূত্রে খবর, সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। ছিলেন দলের জেলা সভাপতি দীনেন রায়, জেলা চেয়ারম্যান মৃগেন মাইতি, দুই কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ এবং নির্মল ঘোষ প্রমুখ। এক সময়ে যাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল, তাঁদের প্রায় সকলকেই ফের দলে ফিরিয়ে নিয়েছেন তৃণমূল নেতৃত্ব। যেমন, গড়বেতার অসীম ওঝা, নারায়ণগড়ের কৌসর আলি, ডেবরার অলোক আচার্য প্রমুখ। হাতে গোনা যে ক’জনকে ফেরানো হয়নি, তাঁদের মধ্যে রয়েছেন কেশপুরের মহম্মদ রফিক। রফিকবাবু এখন কংগ্রেসে রয়েছেন। দলীয় সূত্রের দাবি, এ দিন কেশপুরের ওই নেতাকে দলে ফেরানো নিয়ে আলোচনা হয়। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পুরভোটের পর দলের মেদিনীপুর শহর সভাপতির পদ থেকে সরেছেন সুকুমার পড়্যা। সুকুমারবাবুকে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক করা হচ্ছে। ওই সূত্রের দাবি, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। |
|
|
|
|
|