টুকরো খবর
বিনা অনুমতিতে নাম ছাপানোর অভিযোগ
অনুমতি না নিয়েই বণিকসভার সম্মেলনের আমন্ত্রণপত্রে নাম ছাপানোর অভিযোগ তুললেন খড়্গপুর পুরসভার উপ-পুরপ্রধান চিত্তরঞ্জন মণ্ডল। আজ, মঙ্গলবার ট্রাফিক রিক্রিয়েশন ময়দানে খড়্গপুর বণিকসভা সম্মেলন আয়োজিত হবে। গত দু’বছর নানা কারণে সম্মেলন বন্ধ ছিল। এবারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তমলুকের তৃণমূল সাংসদ তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর। শুভেন্দুবাবু ছাড়াও আমন্ত্রণপত্রে নাম রয়েছে, পঞ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা, ঝাড়গ্রাম পুরসভার পুরপ্রধান দুর্গেশ মল্লদেব, মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু, খড়্গপুরের কংগ্রেস উপ-পুরপ্রধান চিত্তরঞ্জন মণ্ডল প্রমুখের। চিত্তরঞ্জনবাবুর অভিযোগ, “অনুমতি না নিয়েই আমন্ত্রণপত্রে তাঁর নাম ছাপা হয়েছে।” যদিও বণিকসভার জেলা সম্পাদক রাজা রায়ের দাবি, অন্য অতিথিদের সঙ্গেই ওঁর অনুমতি নিয়েই আমরা সমস্ত জায়গায় তাঁর নাম রেখেছি। আমার মনে হয়, কোনও রাজনৈতিক বাধ্যবাধকতায় পড়ে তিনি শেষ মুহূর্তে এসব অভিযোগ তুলছেন। চিত্তরঞ্জনবাবু বলেন, “আমি স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী। ওঁদের মতো এ ডালে একবার ওই ডালে একবার চলি না। আমি এক সপ্তাহ বাইরে থাকায় বিষয়টি আগে জানতে পারিনি। ওঁরা এসব করে রাজনৈতিক বিরোধ উস্কে দিতে চাইছে। তাই আমি সম্মেলনে যাব না।”

রেলযাত্রীদের সচেতন করতে নাটক বোগদায়
ট্রেনে সফরের সময় ঘুমিয়ে পড়েছিলেন বিহারের মনোজ কুমার। ঘুম ভাঙতে তিনি দেখেন তাঁর সর্বস্ব খোওয়া গিয়েছে। বেপাত্তা পাশের আসনে বসা সহযাত্রীও। কিছুক্ষণ পরে মনোজবাবু মনে করে দেখলেন, পাশের ওই যাত্রার হাত থেকে বিস্কুট খাওয়ার পরই তিনি ঘুমিয়ে পড়েন। পরে রেল হাসপাতালে চিকিৎসায় দেখায় যায় ওই বিস্কুটে মাদক মেশানো ছিল। অসচেতনতার দরুণ রেলে যাত্রীদের সর্বস্বান্ত হওয়ার ঘটনা প্রায়শই ঘটে। সোমবার রেলযাত্রীদের সচেতনতা বাড়াতে খড়্গপুর রেল স্টেশন সংলগ্ন বোগদায় এক পথনাটিকার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে রেলের স্কাউট দলের সদস্যরা, কুলি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ট্রেন বা স্টেশন চত্ত্বরে পড়ে থাকা কোনও কিছুতে হাত না দেওয়া, অচেনা সহযাত্রীর দেওয়া কোনও খাবার না খাওয়া ও কোনওরকম প্রলোভনে পা না দেওয়ার মতো নানা বিষয়ে যাত্রীদের সচেতন করতেই নাটক মঞ্চস্থ করা হয়। খড়্গপুর রেল পুলিশের আইসি আশিস রায় বলেন, “ডিজির নির্দেশে জনসংযোগ বাড়াতেই এই কর্মসুচির ভাবনা। এর মাধ্যমে যাত্রীদের সচেতন করা গেলে সেটাই বড় বিষয়। পরে অন্য স্টেশনেও এই ধরনের কমর্সূচি হবে।”

লরির ধাক্কায় মৃত্যু
পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ঘিরে সোমবার দুপুরে উত্তেজনা ছড়ায় মেদিনীপুর কোতয়ালি থানার কোলসাণ্ডায়। মৃতের নাম দাসু মুর্মু (২৮)। বাড়ি সদর ব্লকের নরেন্দ্রপুরে। স্থানীয় সূত্রে খবর, দুপুরে সাইকেলে করে দাসুবাবু যখন কেশপুরের দিকে যাচ্ছিলেন, তখন উল্টো দিক থেকে আসা একটি লরি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলে ওই যুবকের মৃত্যু হয়। প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয় মানুষ কিছুক্ষণ মেদিনীপুর- কেশপুর রাজ্য সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কর্মশালা
ফাইন আর্টস, ক্লে-মডেলিং ও ক্র্যাফটের কারুকার্যের খুঁটিনাটি নিয়ে দু’দিন ব্যাপী চলা কর্মশালা ও প্রদর্শনীর সমাপ্তি হল রবিবার। শনিবার থেকে শুরু হওয়া খড়্গপুর শহরের ইন্দায় একাদেমী অফ ফাইন আর্টস-এ (কাফা) ১৯তম ওই কর্মশালায় প্রায় ২৭৬জন শিক্ষার্থী যোগ দেন। ওই কর্মশালার উদ্বোধন করেন আইআইএসইআর-এর অধ্যাপক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। কর্মশালায় প্রশিক্ষণের পাশাপাশি ৩২৬টি ছবি প্রদর্শিত হয়েছে।

শিবিরের সমাপ্তি
এনএসএসের শীতকালীন শিবির অনুষ্ঠিত হল খড়্গপুরের হিজলি কলেজে। সোমবার কলেজের সভাগৃহে সাত দিন ব্যাপী চলা ওই শিবিরের সমাপ্তি হয়। এ দিন দুপুরে আবৃত্তি, তাক্ষণিক বক্তৃতা, নাটক, প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন তপনকুমার দে, সুবিকাশ জানা, নারায়ণ কুইল্যা প্রমুখ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.