|
|
|
|
চিকিৎসকেরাও শুমাখারের ভবিষ্যৎ বলতে পারছেন না
নিজস্ব প্রতিবেদন |
মাইকেল শুমাখারের শারীরিক অবস্থা নিয়ে আগাম কিছু বলতেই চাইছেন না চিকিৎসকেরা। প্রাক্তন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নের মাথার চোট এতটাই আশঙ্কাজনক।
“মাইকেল শুমাখারের শারীরিক অবস্থা কখন কী রকম থাকবে সেটা নিয়ে আগাম কিছু বলা এখনই সম্ভব নয়,” সোমবার ভারতীয় সময় সন্ধের দিকে ফ্রান্সের যে হাসপাতালে শুমাখারের চিকিৎসা চলছে, সেখানে প্রচারমাধ্যমে কাছে বলেছেন মেডিক্যাল টিমের অন্যতম চিকিৎসক জঁ ফ্রাঁসোয়া পায়েন।
শুমাখারের মাথায় ইতিমধ্যেই একবার অস্ত্রোপচার হয়েছে। আপাতত দ্বিতীয় অস্ত্রোপচারের প্রয়োজন নেই। চিকিৎসায় যাতে দ্রুত সাড়া মেলে সে জন্যই শুমাখারকে ‘মেডিক্যাল ইনডিউসড কোমা’-এ রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঠিক তিন দিন পরেই শুমাখারের ৪৫তম জন্মদিন সেলিব্রেশনের প্রস্তুতি নিচ্ছিল পরিবার আর তাঁর অসংখ্য ফ্যান। কিন্তু নতুন বছরের গোড়ার উৎসবের আবহটা হঠাৎ এ ভাবে বর্ষশেষে আশঙ্কায় বদলে যাবে কেউ ভাবতে পারেনি। রবিবার ফ্রান্সের আল্পসে তাঁর চোদ্দো বছরের ছেলেকে নিয়ে স্কি করার সময় আচমকা পড়ে গিয়ে পাথরে মাথা ঠুকে গিয়েছিল শুমাখারের। প্রথমে আঘাত ততটা গুরুতর বলে মনে হয়নি। ঘটনাস্থলে উদ্ধারের জন্য আসা দুই মাউন্টেড পুলিশ জানান, ‘দুর্ঘটনার পরেও জ্ঞান ছিল শুমাখারের। তবে তাঁর মাথার খুলিতে গভীর ক্ষত ছিল।” হেলমেট পড়ার জন্যই গুরুতর আঘাতের হাত থেকে বেঁচে গিয়েছেন জার্মান প্রাক্তন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন এমনই ধারণা ছিল উদ্ধারকারীদের।
উদ্ধারের দশ মিনিটের মধ্যেই হেলিকপ্টারে শুমাখারকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে দেখে এক ঘণ্টা পরেই স্থানান্তরিত করা হয় ফ্রান্সের অন্যতম বড় হাসপাতাল গ্রেনোবেল-এ। সেখানে পৌঁছনোর সময়ই কোমায় চলে যান শুমাখার। চিকিৎসকরা জানিয়েছেন হেলমেট না থাকলে শুমি-র বাঁচার কোনও সম্ভাবনাই ছিল না। কিন্তু আল্পসের যে অংশে শুমাখার দুর্ঘটনায় পড়েন সেটা স্কি করার জন্য খুব বিপজ্জনক নয়। খুব চড়াই নিয়ে নামতে হলেও স্কি-প্রেমীদের পছন্দমতো প্রশস্ত এলাকা রয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণও হয় তাই বিপজ্জনক কোনও গাছও নেই। তাই কী ভাবে সেখানে স্কি-দুর্ঘটনায় এত গভীর চোট পেলেন শুমাখার সে ব্যাপারে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ফ্রান্স পুলিশ।
‘অ্যাডভেঞ্চার পাগল’ কিংবদন্তি ফর্মুলা ওয়ান ড্রাইভার শুমাখার এর আগেও দু’বার গুরুতর চোট পেয়েছিলেন। ১৪ বছর আগে সিলভারস্টোনে রেসের মধ্যেই পা ভাঙে তাঁর। চার বছর আগে মোটর সাইকেল দুর্ঘটনায় গভীর চোট লেগেছিল ঘাড় আর মেরুদণ্ডে। তবে ‘ক্রেজি ডেয়ারডেভিল’-এর এ বারের চোট আরও গুরুতর, খবরটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয় বিভ্রান্তিও। |
হাসপাতালের সামনে ফেরারির পতাকা ও চেকার্ড ফ্ল্যাগে অনুরাগীর প্রার্থনা। ছবি: রয়টার্স। |
ফর্মুলা ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন ড্রাইভার সেবাস্তিয়ান ভেটেল আর শুমাখারের প্রাক্তন সতীর্থ কিমি রাইকোনেনের নামে রাতারাতি টুইটার অ্যাকাউন্ট থেকে একের পর এক টুইট পোস্ট হতে থাকে। পরে জানা যায় দুটি অ্যাকাউন্টই ভুয়ো। শুমাখারের প্রবল অনুরাগী ভেটেল, যাঁকে কেরিয়ারের গোড়ার দিকে ‘বেবি শুমি’ বলা হত তিনি নিজের ‘আইডল’-এর দুর্ঘটনার খবর শুনে বলেন, “আমি প্রচণ্ড শকড্। আশা করি যত দ্রুত সম্ভব উনি সেরে উঠবেন।” শুমাখারের আর এক প্রাক্তন সতীর্থ ফেলিপে মাসা, যিনি নিজেও চার বছর আগে হাঙ্গারিয়ান গ্রাঁ প্রি-তে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন তিনি বলেন, “শুমি, তোমার জন্য প্রার্থনা করছি ভাই।”
সংঙ্কটজনক অবস্থায় থাকা কিংবদন্তি ফর্মুলা ওয়ান ড্রাইভারের দ্রুত আরোগ্য প্রার্থনা এখন ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বেই। |
পুরনো খবর: দুর্ঘটনায় আহত শ্যুমাখার |
|
|
|
|
|