টুকরো খবর
দুর্ঘটনায় আহত শ্যুমাখার
দিব্যি স্কি করছিলেন ফ্রান্সের এক রিসর্টে। আচমকাই দুর্ঘটনা। তার জেরে আপাতত হাসপাতালে সাত বারের ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন মাইকেল শুম্যাখার। রবিবার ফ্রান্সে স্কি করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন চুয়াল্লিশ বছরের এই জার্মান কিংবদন্তি। মাথায় চোটও লাগে তাঁর। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা জানাচ্ছেন, আপাতত স্থিতিশীল শ্যুমাখার। মাথার চোট গুরুতর নয়। হাসপাতাল কর্তৃপক্ষ শু্যমাখারের শারীরিক অবস্থা নিয়ে সরকারি ভাবে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি। শ্যুমাখারের ম্যানেজার সাবাইন কেহম অবশ্য বলেন, “ব্যক্তিগত স্কি সফরেই এই অঘটন। তবে সৌভাগ্য তিনি হেলমেট পড়েছিলেন এবং কখনওই জ্ঞান হারাননি।” কেহমই জানান শু্যমাখারের মাথায় স্ক্যান করানো হয়েছে। তবে রিপোর্ট নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সকালে নীচে নামার সময় বাঁকে হঠাৎই একটি পাথরে হোঁচট খেয়ে মাথায় চোট পান শ্যুমাখার। কাছে থাকা নিরাপত্তাকর্মীরাই তাঁকে উঠে দাঁড়াতে সাহায্য করেন। যদিও রিসর্ট কর্তৃপক্ষ ঝুঁকি না নিয়ে আকাশপথে শ্যুমাখারকে হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে সুইৎজারল্যান্ডের বাসিন্দা, শ্যুমাখার তাঁর ১৯ বছরের কেরিয়ারে ৩০৮ টি প্রতিযোগিতায় নেমে চ্যাম্পিয়ন হয়েছেন ৯১ বার। গত ডিসেম্বরে অবসর নিয়েছেন তিনি। বড়দিনের ছুটি কাটাতেই ফ্রান্সে গিয়েছিলেন তিনি।

হ্যাডলির তোপ, মর্গ্যানকে মেরেও ফেলতে পারত লি

নেট-সংঘর্ষের পর। মর্গ্যানকে নিয়ে ব্রেট লি।
পিয়ার্স মর্গ্যানের উপর ‘হিংস্র আক্রমণ’ করার জন্য ব্রেট লি-র কড়া সমালোচনা করলেন রিচার্ড হ্যাডলি। অ্যাসেজ নিয়ে টক শো-র পরিচালক মর্গ্যানকে নেটে বল করতে গিয়ে চার বার বাউন্সার মারেন লি। যা মর্গ্যানের শরীরের বিভিন্ন জায়গায় লাগে। যা দেখে ক্ষুব্ধ হ্যাডলি বলে দেন, মর্গ্যান মারাও যেতে পারতেন। “আশা করব ব্রেট ওর বোকামি বুঝতে পেরেছে। এটা ক্রিকেটের অবমাননা। যাঁরা এটা লাইভ দেখলেন, তাঁরা কি নিজেদের ছেলেদের আর ক্রিকেট খেলতে দিতে চাইবেন?” বলেছেন হ্যাডলি। সঙ্গে যোগ করেছেন, “কেউ কেউ হয়তো এটাকে মজা হিসেবে দেখছেন। কিন্তু এটা ক্রিকেট নয়।” লি-কে শাস্তি দেওয়ার দাবি তুলে হ্যাডলি আরও বলেছেন, মর্গ্যানকে শিক্ষা দিতে চাইলে তাঁর স্টাম্প ছিটকে দিতে পারতেন লি। প্রাক্তন অস্ট্রেলীয় পেসারের ঘায়ে আক্রান্ত মর্গ্যানের শরীর বেশ কয়েক জায়গায় ছড়ে যায়। যদিও মর্গ্যান টুইট করেছেন, “সত্যি বলতে কী, আমিই ব্রেটকে চ্যালেঞ্জ করে বলেছিলাম, যত জোরে পারো বল করো। ও যা করল তাতে আমার কোনও সমস্যা নেই, যদিও আমার পাঁজরের আছে!”

দু’টি সোনা, দু’টি ব্রোঞ্জ
রাজস্থানের আজমেঢ়ে ৭৫তম জাতীয় ক্যাডেট ও সাব জুনিয়রে দু’টি করে সোনা ও ব্রোঞ্জ পেল নর্থ বেঙ্গল টিটি অ্যাসোসিয়েশনের খেলোয়াড়। সাব জুনিয়রে জাতীয় চ্যাম্পিয়ন শিলিগুড়ি ওয়াইএমএর আকাশ নাথ। দলগত চ্যাম্পিয়ন হয় ক্যাডেট গার্লস। দলে ওয়াইএমএর নেহা কুমারী ও দীক্ষা বিশ্বাস, হিমাচল সঙ্ঘের শাশ্বতী গুপ্তা এবং শিলিগুড়ি টেবিল টেনিস অ্যাকাডেমির নিকিতা সরকার।

তারকাদের পশুপ্রেম
অন্য কোর্টে
ছবি: এপি, টুইটার।
কোয়ালা কোলে রজার ফেডেরার। বাজ পাখি হাতে অ্যান্ডি মারে। নতুন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে খেলার আগে দুই তারকাই নামছেন প্রস্তুতি টুর্নামেন্টে। এক জন ব্রিসবেনে, অন্য জন কাতার ওপেনে। গত কালই ব্রিসবেনে এসে পৌঁছেছেন ফেডেরার। রবিবার তাঁকে দেখা গেল কোয়ালা পার্কে। বিশ্বের প্রাক্তন এক নম্বর বলেছেন, “এই প্রথম টানা তিন-চার সপ্তাহ সমস্যা ছাড়া প্র্যাকটিস করতে পারলাম। এর মধ্যে প্রদর্শনী ম্যাচ খেলিনি বলে প্র্যাকটিসে পরিশ্রম করতে পেরেছি।” মারেও চোট পাওয়ার পর কোর্টে সদ্য ফিরেছেন। দোহায় কোর্টে নামার আগে ব্রিটিশ তারকা বলেছেন, “সব সময় আপনি নিজের সেরাটা দিতে চান। কিন্তু আপনাকে বাস্তবটাও মেনে নিতে হবে।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.