|
|
|
|
বীরভদ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জেটলির |
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
৩০ ডিসেম্বর |
হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলল বিজেপি। তাদের দাবি, এই অভিযোগ নিয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত। সনিয়া ও রাহুল গাঁধী-সহ কংগ্রেস নেতৃত্ব সত্যিই দুর্নীতি দূর করতে চান কি না, এটা তারও পরীক্ষা, দাবি বিজেপি নেতা অরুণ জেটলির।
আজ জেটলি দাবি করেছেন, হিমাচলে একটি বেসরকারি বিদ্যুৎ সংস্থাকে প্রকল্প শেষ করার জন্য বাড়তি সময় দিতে ঘুষ নিয়েছেন বীরভদ্র। হিমাচলের মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রী সাংসদ প্রতিভার নামে চেকে ১ কোটি ৫০ লক্ষ ও ২ কোটি ৪০ লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ জেটলির। তাঁর আরও দাবি, ওই গোষ্ঠীর অন্য একটি সংস্থায় শেয়ারও পেয়েছেন বীরভদ্রের স্ত্রী-ছেলেমেয়েরা। এই বিষয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে চিঠি লিখেছেন জেটলি। আজও নিজের বক্তব্যের সমর্থনে নথিপত্র পেশ করেন তিনি।
আদর্শ কেলেঙ্কারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাহুল গাঁধী। জেটলির মতে, দুর্নীতি নিয়ে কংগ্রেস নেতৃত্ব যে সত্যিই চিন্তিত তা প্রমাণ করতে গেলে বীরভদ্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বীরভদ্রের আর মুখ্যমন্ত্রী পদে থাকার অধিকার নেই।
জেটলির অভিযোগ উড়িয়ে বীরভদ্রের বক্তব্য, “আমার ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত হচ্ছে। আইনি পথে জবাব দেব।” তাঁর দাবি, প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী প্রেমকুমার ধুমল ও অন্য মন্ত্রীদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত শুরু করেছে তাঁর সরকার। তাই বিজেপি-র এই পাল্টা আঘাত। কংগ্রেস মুখপাত্র সন্দীপ দীক্ষিতও বলেছেন, “জেটলির অভিযোগে কিছু যায় আসে না। হিমাচলপ্রদেশে বিজেপি জমানায় বীরভদ্রের বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছিল। কিছুই প্রমাণ করা যায়নি।” সন্দীপের বক্তব্য, “জেটলির কাছে প্রমাণ থাকলে তিনি আদালতে যান। বা তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করুন।” |
|
|
|
|
|