দীর্ঘ কয়েক দশক ধরে অব্যবহৃত অবস্থায় দিঘায় পড়েছিল প্রায় চার কাঠা জমি। তন্তুজ পুনরুজ্জীবনে সেই জমিকেই হাতিয়ার করে তাঁত-শ্রমিকদের জন্য শো-রুম ও অতিথিশালা তৈরি করতে চলেছে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর।
সোমবার সল্টলেকে তন্তুজ ভবনে দফতরের বৈঠকের পরে ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ জানান, দিঘার ওই জমিতে প্রায় এক হাজার বর্গফুটের শো-রুম, গুদাম ও অতিথিশালা হবে। পর্যটকদের কথা মাথায় রেখেই শো-রুমের ভাবনা। কাজের প্রয়োজনে দফতরের কর্মী ও তাঁত-শ্রমিকদের থাকার জন্য অতিথিশালা করা হবে।
দফতরের হিসেবে, প্রকল্পের আনুমানিক খরচ দেড় কোটি টাকা। ইতিমধ্যে রাজ্য সরকার ৫০ লক্ষ টাকাও বরাদ্দ করেছে। আগামী মার্চের মধ্যেই ওই প্রকল্প শেষ করা হবে জানান বস্ত্রমন্ত্রী। বর্ধমানের পূর্বস্থলীতেও তাঁতিদের জন্য ৫০ লক্ষ টাকা ব্যয়ে একটি গুদাম ও অতিথিশালা তৈরি করা হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি শাখায় তাঁত শ্রমিকদের জন্য ‘জিরো ব্যালান্স অ্যাকাউন্ট’ও খুলে দেওয়া হবে।
পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্র থেকে জিতে আসা স্বপনবাবু সদ্য প্রতিমন্ত্রীর পদ থেকে স্বাধীন দায়িত্ব পেয়েছেন। তবে পূর্বস্থলীর মতো উত্তরবঙ্গেও শিলিগুড়ি এবং গঙ্গারামপুরে তাঁত শ্রমিকদের জন্য ‘জিরো ব্যালান্স অ্যাকাউন্ট’ চালুর পরিকল্পনা করছে তাঁর দফতর। এত দিন তন্তুজ ভবন থেকেই রাজ্যের বিভিন্ন জেলার সমবায়ের তাঁত-শ্রমিকদের পণ্য বিক্রির টাকা নিতে হত। জেলায় অ্যাকাউন্ট চালু হলে তাঁদের ভোগান্তি অনেকটাই কমবে।
|