দু’দিন বন্ধ বশের জয়পুর কারখানা
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
৩০ ডিসেম্বর |
এ দেশের গাড়ি শিল্প মন্দায় ধুঁকছে। তাই সোমবার থেকে দু’দিন তাদের জয়পুরের কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল গাড়ির যন্ত্রাংশের অন্যতম নির্মাতা বশ। বম্বে স্টক এক্সচেঞ্জ-কে সংস্থাটি জানিয়েছে, যাতে চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্য রেখে উৎপাদন করা যায় এবং অহেতুক মজুত ভাণ্ডার বেড়ে যেতে না-পারে, সেটা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, গাড়ির ডিজেল ইঞ্জিনের অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এই কারখানায় তৈরি করে তারা। সাম্প্রতিক কালে এ দেশে রীতিমতো নড়বড়ে অবস্থায় রয়েছে গাড়ি শিল্প। নভেম্বরে যাত্রী গাড়ির বিক্রি কমেছিল ৮.১৫% ও বাণিজ্যিক গাড়ি ২৮.৭৮%।
|
অ্যাপোলোর হাতে নয় কুপার টায়ার
সংবাদ সংস্থা • মুম্বই ও বেঙ্গালুরু
৩০ ডিসেম্বর |
অ্যাপোলো টায়ার্সকে সংস্থা বিক্রি করা হবে না বলে জানিয়ে দিল মার্কিন কুপার টায়ার অ্যান্ড রবার। অধিগ্রহণের জন্য অ্যাপোলোর টাকা জোগাড় করতে না-পারাকেই এর অন্যতম কারণ হিসেবে দেখিয়েছে তারা। এ জন্য সোমবার ভারতীয় সংস্থাটির বিরুদ্ধে চুক্তিভঙ্গের মামলা করার হুমকিও দিয়েছে। কুপারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা জানিয়েছে অ্যাপোলো। জুনে কুপারকে কিনতে ২৫০ কোটি ডলারের (১৫,৬২৫ কোটি টাকা) প্রস্তাব দেয় অ্যাপোলো। তার পরই মনোমালিন্য শুরু, যা আদালত পর্যন্ত গড়ায়। চিনে কুপারের যৌথ উদ্যোগ সংস্থাও এই অধিগ্রহণ নিয়ে আপত্তি তোলে।
|
সোনার গয়না বন্ধক রেখে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিতে ব্যাঙ্ককে অনুমতি দিল আরবিআই। তবে কৃষিঋণে এটি প্রযোজ্য হবে না। |