আমেরিকা তার ত্রাণের পরিমাণ কাটছাঁট করার সিদ্ধান্ত নিলেও তেমন কোনও বিপদের আশঙ্কা নেই ভারতীয় অর্থনীতিতে। এ ধরনের সম্ভাবনার কথা সোমবার কার্যত উড়িয়ে দিলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তা রঘুরাম রাজন। জানুয়ারি থেকেই প্রতি মাসে ৮৫০০ কোটি ডলার বন্ড বা ঋণপত্র কেনা কমাচ্ছে মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ। এ বার থেকে তা কমিয়ে করা হবে ৭৫০০ কোটি ডলার।
গত সপ্তাহে শেয়ার বাজার বিশেষজ্ঞরাও বিষয়টিকে তেমন গুরুত্ব না-দেওয়ার কথা জানিয়েছিলেন। তাঁরা বলেছিলেন, এটি বাজারের গা সওয়া হয়ে গিয়েছে। ফলে বন্ড কেনা কমলেও বড় পতন হওয়ার সম্ভাবনা নেই বাজারে।
এ দিন প্রকাশিত ২০১৩-র জন্য রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক স্থিতিশীলতা বা ‘ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট’-এ রাজন জানান, আমেরিকার ত্রাণ কমানো নয়, বরং ভারতের অর্থনীতির পক্ষে বিপদ সঙ্কেত ব্যাঙ্কের হাতে থাকা বিপুল অনাদায়ী ঋণ। তাঁর হুঁশিয়ারি, গত ছ’মাস ধরে বাড়তে থাকা এই ঋণ যথেষ্ট ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। যদিও রাজনের মতে, বৈদেশিক মুদ্রার চলতি খাতে লেনদেন ঘাটতি কমা ও রফতানি বাড়ায় অবস্থার উন্নতি হয়েছে।
তবে আসন্ন লোকসভা নির্বাচনের পর স্থিতিশীল সরকার গঠিত না-হলে অর্থনীতিতে বিপদ ঘনাতে পারে বলেও এ দিন সতর্ক করেন রাজন।
|