খুলল কলেজ
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
সপ্তাহ খানেক বন্ধ থাকার পরে অবশেষে খুলল কাটোয়া কলেজ। সোমবার পুলিশি নিরাপত্তায় কলেজ খোলা হয়। শহরের বিভিন্ন প্রান্তেও পুলিশ মোতায়েন ছিল। সম্প্রতি ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কাটোয়া কলেজ। তার জেরেই বন্ধ রাখা হয় ক্লাস। সোমবার পরিচালন সমিতির বৈঠকে ঠিক হয়, ২৮ জানুয়ারি কলেজ নির্বাচনকে সামনে রেখে কলেজ খুলে রাখা হবে। ততদিন পর্যন্ত কলেজ গেটে পুলিশি নিরাপত্তা বজায় রাখার জন্য প্রশাসনের সাহায্য চাইবে কলেজ কর্তৃপক্ষ। কাটোয়া কলেজ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের জন্য কলেজে পরিচয়পত্র নিতে আসার শেষ দিন, ভোটার তালিকা প্রকাশের শেষ দিন-সহ নির্বাচন সংক্রান্ত বিশেষ বিশেষ দিনগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখার জন্য প্রশাসনকে অনুরোধ করবে কর্তৃপক্ষ। এ দিন কাটোয়া কলেজে নির্বাচন কমিশন বৈঠক করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় বলেন, “ভর্তি ও কলেজের পরিচয়পত্র নেওয়ার দিন ঠিক করা হয়েছে। আগামী ৮ জানুয়ারি খসড়া ভোটার তালিকা বের করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।”
|
গাছ কাটার দাবি
নিজস্ব সংবাদদাতা • কালনা |
আদালত চত্বরে বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে থাকা একটি শুকনো শিরিষ গাছ কাটার দাবিতে স্মারকলিপি দিলেন আইনজীবীরা। সোমবার ওই স্মারকলিপিতে কালনা আদালতের ৩২ জন আইনজীবী জানান, মহকুমাশাসকের কার্যালয়ের সামনে তিন দশকেরও বেশি সময় ধরে ওই গাছটি রয়েছে। সম্প্রতি গাছটি শুকিয়ে যাওয়ায় প্রায়ই ডাল ভেঙে পড়ে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিচ্ছে। আইনজীবী পার্থ কর, আসগর আলি মণ্ডলেরা জানান, শুধু তাঁরাই নন, রোজ নানা কাজে আদালতে আসা মানুষজনও গাছটিকে নিয়ে আতঙ্কে রয়েছেন। পার্থবাবুর দাবি, হনুমান এমনকী পাখি বসলেও ডাল ভেঙে পড়ছে। মহকুমাশাসক শশাঙ্ক শেঠিও গাছটি কাটার আশ্বাস দিয়েছেন। |