সঠিক পুর পরিষেবার দাবিতে রানিগঞ্জ পুরসভায় বিক্ষোভ দেখালো রানিগঞ্জ ব্লক যুব তৃণমূল। সোমবার সকালে বিক্ষোভ শেষে তারা পুরপ্রধানের হাতে স্মারকলিপি তুলে দেয়। ব্লক যুব তৃণমূলের দাবি, রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পরেই রানিগঞ্জ পুর এলাকায় উন্নয়নমূলক কাজ বন্ধ করে দিয়েছে সিপিএম পরিচালিত পুরসভা। ব্লক যুব তৃণমূলের দাবি, অবিলম্বে শহরের রাজবাড়িমোড়, গির্জাপাড়ামোড়, স্কুলমোড় এবং শিশুবাগানমোড়ে রাস্তার ধারে সুলভ শৌচালয় নির্মাণ ও রানিগঞ্জ বাজারে নির্দিষ্ট জায়গায় পার্কিং এর ব্যবস্থা করতে হবে ও সিহারশোল শ্মশানের পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে। শহরের রাস্তার পাশে অবৈধ নির্মাণ হচ্ছে এই অভিযোগ করে সংগঠনের ব্লক সভাপতি সদানন্দ গড়াই ও নেত্রী নার্গিস বেগম বলেন, “মশা ও মাছি মারতে পুরসভার নিয়মিত অভিযান চালানোর দাবিও জানানো হয়েছে।” পুরপ্রধান অনুপ মিত্র জানান, দাবিগুলো খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
|
অফিস ঘরের দাবি বাসস্ট্যান্ডে |
সিটি বাসস্ট্যান্ডে নিজেদের জন্য একটি অফিস ঘর চেয়ে সোমবার আসানসোল পুরসভায় স্মারকলিপি দিল আইএনটিটিইউসি অনুমোদিত আসানসোল মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন। সংগঠনের সম্পাদক রাজু অহলুওয়ালিয়ার দাবি, বেশির ভাগ পরিবহণ কর্মী তাঁদের সংগঠনের সদস্য। অথচ তাঁদের কোনও অফিস ঘর দেয়নি পুরসভা। তাঁর অভিযোগ, তাঁদের কর্মীরা খোলা আকাশের নীচে সংগঠনের কাজ করতে বাধ্য হচ্ছেন। এ দিন তাঁরা পুরসভার ডেপুটি মেয়রের হাতে স্মারকলিপি তুলে দিয়েছেন এবং জানিয়েছেন সাত দিনের মধ্যে অফিস ঘর না পেলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। এ প্রসঙ্গে ডেপুটি মেয়র জানান, তিনি যথাস্থানে বিষয়টি তুলবেন।
|
ব্যবসায়ী খুনে জড়িতদের ধরার দাবি |
ব্যবসায়ী খুনের ঘটনায় দুষ্কৃতীদের দ্রুত খুঁজে বের করার দাবিতে আসানসোল পুরসভার সামনে স্টেশন রোড ও জিটি রোডের সংযোগস্থল অবরোধ করলেন কংগ্রেসের কয়েকশো সদস্য সমর্থক। সোমবার ওই রাস্তা অবরোধ করা হয় আসানসোল বাজারের নিরাপত্তার দাবিতেও। অবরোধ চলাকালীন কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হয়।
|
এক ব্যক্তির দেহ উদ্ধার হল কুলটি থানার রামনগর কোলিয়ারি সংলগ্ন এলাকার একটি জঙ্গল থেকে। ঘটনাটি ঘটেছে সোমবার। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হারাধন ধীবর (৩৪)। বাড়ি রামনগর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের গায়ে কোনও আঘাতের চিহ্ন ছিল না। তবে কয়লার গুঁড়ো মাখানো ছিল গোটা শরীরে। কী ভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দেহটি আসানসোল মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
|
কৃষি উপকরণ-সহ নানা সামগ্রীর মুল্যবৃদ্ধি রোধ, মহিলাদের নিরাপত্তা প্রভৃতি একগুচ্ছ দাবিতে জামুড়িয়া বিডিও কার্যালয়ে বিক্ষোভ দেখাল সিপিএম প্রভাবিত ২৮টা গণ সংগঠন। ব্লকের বিডিও বুদ্ধদেব পান জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবিপত্র পাঠিয়ে দেওয়া হবে। |