খেলার খবর...
|
সাঁইথিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন দুর্গাপুর
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া ও রামপুরহাট |
|
দু’টি পৃথক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে বীরভূমে খেলতে এসে চ্যাম্পিয়ন হল দুর্গাপুরের দু’টি দল।
রবিবার ‘নীহার দত্ত উইনার্স ও শৈলেনচন্দ্র দাস রানার্স স্মৃতি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় দুর্গাপুর ক্রিকেট সেন্টার। ফাইনালে তারা কলকাতার উৎপল বন্দ্যোপাধ্যায় ক্রিকেট অ্যাকাডেমিকে ৬৭ রানে হারায়। গত বৃহস্পতিবার সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় কামদাকিঙ্কর স্টেডিয়ামে প্রতিযোগিতা শুরু হয়। ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করে দুর্গাপুর। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে তারা ১৭১ রান তোলে। |
রামপুরহাটে ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দুর্গাপুরের দল। |
পরে ব্যাট করতে নেমে কলকাতার দলটি ১৭ ওভারে মাত্র ১০৪ রানে অল আউট হয়ে যায়। ম্যান অফ দ্য ম্যাচ হন দুর্গাপুর টিমের সৌম্যব্রত নাথ। ম্যান অফ দ্য সিরিজ দুর্গাপুরেরই অভিষেক তামাং। উদ্যোক্তারা জানান, কলকাতা, দুর্গাপুর, মেদিনীপুর ও বীরভূম-সহ বিভিন্ন জায়গার মোট আটটি দল যোগ দিয়েছিল। ছিলেন সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, পুরপ্রধান বীরেন্দ্রকুমার পারেখ, নীহার দত্তর ছেলে বিপ্লব দত্ত এবং শৈলেনচন্দ্র দাসের ছেলে সুখময় দাস। জয়কৃষ্ণপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত জেডিপিএল টি-২০ প্রয়াত মেহেরুন্নেশা বিবি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে দুর্গাপুরের অন্য একটি দল। রবিবার স্থানীয় মণীন্দ্রনারায়ণ চৌধুরী মাঠে তারা সিউড়ির একটি দলকে দুই উইকেটে হারায়। টসে জিতে দুর্গাপুর প্রথমে ফিল্ডিং করে। সিউড়ি ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে। জবাবে দুর্গাপুরের টিম ১৮ ওভারে ৮ উইকেট হারিয়ে রান তুলে নেয়।
|