বালুরঘাটের প্রবীণ স্বাধীনতা সংগ্রামী রমনীমোহন ঠাকুর মারা গেলেন। বয়স হয়েছিল ৯২ বছর। শহরের খাদিমপুর কাঁঠালপাড়ার বাসিন্দা ওই স্বাধীনতা যোদ্ধা ৪২য়ের ভারত ছাড়ো আন্দোলনে অংশ গ্রহণ করেন।
|
পিকনিকে ভিখিরিরা, কোচবিহারের শালবাগানে। রবিবার।—নিজস্ব চিত্র। |
বনভোজনের মজায় মেতে উঠলেন ভবঘুরেরা। রবিবার কোচবিহার শালবাগানে ৭০০ ভবঘুরে-ভিখারিকে নিয়ে ওই পিকনিক আয়োজন করেছিল অসম বাস মালিক সমিতি কোচবিহার শাখা। অংশ নেন বাস মালিক পরিবারের সদস্যরা। মেনুতে ছিল ভাত, ডাল, আলুভাজা, মাছ, মুরগির মাংস। শেষে গুড়ের রসগোল্লা। পিকনিকে সামিল হন সদর মহকুমাশাসক বিকাশ সাহাও।
|
কবি অরুণেশ ঘোষের ৭৩ তম জন্মদিবস রবিবার পালিত হল কোচবিহারে। রবিবার পাটাকুড়ার সাহিত্যসভা ভবনে তাঁর সৃষ্টি নিয়ে আলোচনা ও কবিতা পাঠের আসর বসে। উদ্বোধনে সমীর চট্টোপাধায়।
|
রাস্তা পেরোনোর সময়ে গাড়ির ধাক্কায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে কোচবিহার থানার বাণেশ্বরে। মৃতের নাম রাখাল দাস (৩২)। |