হঠাৎই ডায়েরিয়ার প্রকোপ ছড়িয়েছে গড়বেতার দু’টি এলাকায়। আক্রান্তের সংখ্যা সব মিলিয়ে ৪৮। পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার এলাকায় যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা, উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান প্রমুখ। এলাকায় গিয়ে তাঁরা পানীয় জলের উৎস কী, ক’টি বাড়িতে শৌচাগার রয়েছে, এ সব খোঁজখবর নেন। রবিবার সকালে এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) পাপিয়া ঘোষ রায়চৌধুরী প্রমুখ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, “উদ্বেগের কিছু নেই। এলাকায় মেডিক্যাল টিম কাজ করছে।” গরিবদের বাড়িতে শৌচাগার তৈরির জন্য সরকারি প্রকল্প রয়েছে। নিবিড় স্বাস্থ্য বিধান কর্মসূচি রয়েছে। তবে, গড়বেতার ওই দু’টি এলাকায় এই কর্মসূচির সুফল পৌঁছয়নি। বেশির ভাগ বাড়িতে শৌচাগার নেই। ফলে, এলাকার পরিবেশ দূষিত হয়। অন্য দিকে, সজলধারা প্রকল্প রয়েছে। তবে, প্রকল্পের জলও পুরোপুরি দূষণমুক্ত নয়। ইতিমধ্যে জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গড়বেতার লাগাপুর এবং যাদববাটি এলাকায় মূলত ডায়েরিয়ার প্রকোপ ছড়িয়েছে। গত বৃহস্পতিবার থেকে একে একে অসুস্থ হতে শুরু করেন। লাগাপুরে আক্রান্তের সংখ্যা সব মিলিয়ে ৩৬। যাদববাটিতে ১২। স্বাস্থ্য-কর্তাদের মতে, দূষিত পরিবেশ এবং জল থেকেই ডায়েরিয়া ছড়িয়েছে এলাকায়।
|
রাজ্যের হাসপাতালগুলিতে পর্যাপ্ত চিকিৎসকের অভাব রয়েছেএ কথা স্বীকার করে নিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জেলা তৃণমূল মহিলা কংগ্রেস আয়োজিত সুবর্ণজয়ন্তী হলে শনিবার এক কনভেনশনে যোগ দিতে তমলুকে এসেছিলেন তিনি। সেখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “দীর্ঘ কয়েক বছর ধরে রাজ্যে চিকিৎসক নিয়োগ হয়নি। ফলে এই সমস্যা তৈরি হয়েছে। চিকিৎসকের চাহিদা মেটাতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যের মেডিকেল কলেজগুলির আসন সংখ্যা আগের চেয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে। তা ছাড়া হেলথ সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করে দ্রুত চিকিৎসক নিয়োগের চেষ্টা চলছে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে উন্নয়ন যজ্ঞ চলছে বলেও তিনি দাবি করেন। ত্রি-স্তর পঞ্চায়েতে মহিলাদের জন্য ৫০ শতাংশ প্রার্থী সংরক্ষণের ফলে রাজ্যের মেয়েরা একধাপ এগিয়েছে বলেও তাঁর দাবি। চন্দ্রিমাদেবী বলেন, “এর ফলেই রাজ্যের ১৭টি জেলা পরিষদের মধ্যে ৯টি জেলা পরিষদের সভাধিপতি এখন মহিলা।” কন্যাশ্রী প্রকল্পের সুফল তুলে ধরেন তিনি। সভায় রাজ্য তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা সাংসদ শুভেন্দু অধিকারী বাম সরকারের নানা ব্যর্থতার বিরুদ্ধে সরব হন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী, সাংসদ শুভেন্দু ছাড়াও কনভেনশনে ছিলেন হলদিয়ার বিধায়ক শিউলি সাহা, রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী মালা সাহা, স্মিতা বক্সী ও জেলা সভানেত্রী শিখা মাইতি প্রমুখ।
|
নজরুল স্বাস্থ্যমেলার আয়োজন করা হয়েছিল দুর্গাপুরের সরপি ফুটবল মাঠে। সরপি ভিলেজ অ্যান্ড মোড় ডেভলপমেন্ট কমিটির উদ্যোগে রবিবার হল এই মেলা। উদ্যোক্তাদের পক্ষ থেকে বানীকুমার ঘোষ জানান, মেলায় দুর্গাপুর ও কলকাতা থেকে ২০ জন চিকিত্সক ছিলেন। তাঁরা এলাকার প্রায় ছ’শো জনের চিকিত্সা করেন। রোগীদের ওষুধও দেওয়া হয়।
|
চিকিত্সা শিবির খুলে হৃদরোগে আক্রান্ত ৩৩জন শিশুকে দুর্গাপুরের দ্য মিশন হাসপাতালে অস্ত্রোপচারের জন্য বাছলো এক স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার শিবিরে নানা জেলার জনা ৪০ শিশু এসেছিল। দ্য মিশন হাসপাতালের ডাক্তারেরা তাঁদের পরীক্ষা করেন, জানান স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি অমিতাভ ঘোষ ও শিবিরের কো-অর্ডিনেটর গঙ্গাধর খাণ্ডেলওয়াল। |