এক দিনে শেষ উৎসব, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
দু’দিনের ঠাসা কর্মসূচি থাকলেও এক দিনেই শেষ হল ‘বিবেক চেতনা উৎসব’। আর তাই নিয়ে ক্ষুব্ধ রানিনগর-১ ব্লকের বাসিন্দা থেকে এলাকার সংস্কৃতি মহল। প্রশাসন সূত্রে খবর, রাজ্য সরকারের নির্দেশে শুক্র ও শনি-এই দু’দিন ব্যাপী ‘বিবেক চেতনা উৎসব’ উৎসবের আয়োজন করা হয়েছিল ইসলামপুর এসসিএম হাইস্কুলে। মাইক ফুঁকে কয়েকদিন ধরেই অনুষ্ঠানের প্রচারও করা হয়েছিল। কিন্তু শনিবার অনুষ্ঠান ঢ়ুরুর সময়ই জানানো হয় এ দিনের অনুষ্ঠান হচ্ছে না। অনুষ্ঠানের আয়োজক নূর মহম্মদ বলেন, ‘‘আবহাওয়া খারাপ থাকায় শিল্পী ও দর্শক ছিলেন না। বাধ্য হয়ে আমরা অনুষ্ঠান বন্ধ করেছি।’’ ওই অনুষ্ঠানের দুই মন্ত্রী প্রতিনিধি ইমতিয়াজ কবির ও মুস্তফা মঞ্জুর এলাহির অভিযোগ, ‘‘প্রথম থেকে পৃষ্ঠপোষকরা চাইছিলেন একদিনের অনুষ্ঠান হোক। গত বছরেও এমনটাই হয়েছিল।” ইসলামপুর চক এলাকার শিল্পী উত্তম দাস বলেন, ‘‘গিয়ে দেখি ফাঁকা মঞ্চ। একটু পরে মাইকে জানানো হল, এ দিনের অনুষ্ঠান হবে না।’’ ওই ব্লকের বিডিও প্রতুল ভুঁইয়া বলেন, ‘‘আবহাওয়া খারাপ থাকায় শিল্পী-দর্শক কেউ ছিল না বলে কর্মকর্তারা শনিবার শেষ দিন অনুষ্ঠান বন্ধ করেছে বলে শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’’
|
কংগ্রেসে যোগ বামেদের
নিজস্ব সংবাদদাতা • নওদা |
রাজ্য জুড়ে চেনা ছবিটাই বদলে গেল মুর্শিদাবাদের নওদায়। শাসক দলে যোগ দেওয়ার হিড়িকে ব্যতিক্রম হিসেবে রবিবার নওদা এলাকার প্রায় শ’পাঁচেক বাম সমর্থক যোগ দিলেন কংগ্রেসে। নওদার ত্রিকোণ পার্কের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী তথা স্থানীয় সাংসদ অধীর চৌধুরী। সেখানেই তিনি বলেন, “নওদা ব্লকের ১০টি পঞ্চায়েতের মধ্যে ৮টি আমাদের দখলে। নওদা পঞ্চায়েত ১০০ দিনের কাজেও সফল। আসলে কাজ করার ইচ্ছেটাই আসল। আমরা সেটাই করে দেখিয়েছি।” পাশাপাশি রাজ্য সরকারের সমালোচনা করে অধীর বলেন, “বেকার যুবকদের লোভ দেখিয়ে সমর্থন পাওয়ার চেষ্টা করছে শাসক দল। কখনও সিভিক পুলিশ, কখনও শিক্ষকতা দেওয়ার নামে তাদের কার্যত ‘ঘুষ’ দিয়ে সমর্থন চায় তারা।” সারদা কাণ্ডে গ্রেফতার কুনাল ঘোষ প্রসঙ্গে অধীর বলেন, “ওই তৃণমূল সাংসদ আদালতে সব কথা স্বীকার করতে চান। কিম্তু মুখ্যমন্ত্রী চান না ওই কথা তিনি স্বীকার করুন। চোর বলছে আমি বলব। গৃহস্থ বলছে না তোকে বলতে দেওয়া হবে না। এখানে চোর-গৃহস্থ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।”
|
মহিলা খুনে ধৃত শাশুড়ি
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
এক মহিলাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তাঁর শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। তাই নয়, অভিযুক্তরা ঠাণ্ডা মাথায় দেহটি মহিলার বাবার বাড়িতে ফেলে পালায় বলেও অভিযোগ। রবিবার সকালে সালারের মাখালতোড় গ্রামের ওই ঘটনার মৃতার নাম সুলেখা দাস (২২)। ওই ঘটনায় মৃতার বাবা নিমাই দাস পুলিশের কাছে মেয়েকে খুনের নালিশ জানিয়েছেন। অভিযোগ, ভিত্তিতে পুলিশ সুলেখাদেবীর শাশুড়ি কুসুম দাসকে গ্রেফতার করছে। বছর চারেক আগে ভরতপুরের শেরপুর গ্রামের বাবলু দাসের সঙ্গে বিয়ে হয় সুলেখাদেবীর। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন সুলেখাদেবীর উপর নির্যাতন চালাত বলে অভিযোগ। সম্প্রতি সুলেখাদেবী অত্যাচার সহ্য করতে না পেরে এক মাস বাবার বাড়িতে কাটান। দিন পনেরো শ্বশুরবাড়িতে আসেন। অভিযোগ, শনিবার রাতে ওই মহিলাকে শ্বশুরবাড়ির লোকেরা শ্বাসরোধ করে খুন করে প্রায় দশ কলোমিটার দূরে তাঁর বাপের বাড়ির পাশে একটি গাছে দেহ ঝুলিয়ে দিয়ে পালায়। মৃতার মা হীরা দাস বলেন, “বাড়তি পণের দাবিতে মেয়ের উপর অত্যাচার চালাত। প্রায় আমার কাছে পালিয়ে আসত। কিন্তু এ ভাবে যে মেয়েকে মেরে ফেলবে ভাবতেই পারিনি।”
|
প্রার্থী হতে অনীহা অনুব্রতর
নিজস্ব সংবাদদাতা • বড়ঞা |
প্রার্থী নয়, বরং সংগঠক হিসেবেই দায়িত্ব পালন করতে চান বলে মঞ্চ থেকেই দাবি করলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার মুর্শিদাবাদের বড়ঞার একঘরিয়াতে মাদ্রাসার উদ্বোধন করতে এসে অনুব্রত বলেন, “আগামী নির্বাচনে আমি প্রার্থী হতে চাই না। ভোটে দাঁড়ানোর কোনও ইচ্ছাই নেই। সংগঠনকে মজবুত করার কাজেই যুক্ত থাকব আমি।” এ দিন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর খাসতালুকে এসে অধীর চৌধুরীকেও বিঁধতে কসুর করেননি তিনি। বিতর্কিত ওই তৃণমূল নেতা বলেন, ‘‘অধীরবাবু দীর্ঘদিন ঘরে এলাকার সাংসদ। কিন্তু মানুষকে ধোঁকা দিয়েই গেলেন। তৃণমূলকে জিতিয়ে আনুন, দেখুন কেমন কাজ হয়।”
|
এনটিপিসির সেতু নির্মাণের কাজ শুরু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ফরাক্কায় ফিডার ক্যানেলে গঙ্গার উপর একটি নিজস্ব বিকল্প সেতু তৈরির কাজ শুরু করল এনটিপিসি। রবিবার ফরাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনে প্রতিষ্ঠা দিবসের এক অনুষ্ঠানে সংস্থার জেনারেল ম্যানেজার প্রদীপ ডাহাকে বলেন, ‘প্রায় ৫৮ কোটি টাকা ব্যয়ে এই সেতু তৈরি হবে।” এতদিন নিজস্ব সেতু না থাকায় সমস্যা হত এনটিপিসির। ফরাক্কা ব্যারাজের তৈরি সেতুটি তারা তাদের যান চলাচলের জন্য ব্যবহার করত। কিন্তু মাস ছয়েক আগে ওই সেতুটিকে বিপজ্জনক ঘোষণা করায় আতান্তরে পড়ে এনটিপিসি কর্তৃপক্ষ।
|