এক পথচারীকে আছাড় মেরে শনিবার রাতে ঝালদা শহরে ঘুরে বেড়াল তিনটি হাতি। প্রায় এক ঘণ্টা দলটি ঝালদা শহরের মায়া সরোবর, বন দফতরের অফিস হয়ে কাঁসরার জঙ্গলের দিকে চলে যায়। শীতের রাতে শহরের রাস্তায় পথচারী কম থাকায় আর কোনও বিপদ হয়নি। জখম প্রৌঢ়ের নাম লবীন মাহাতো। তিনি চাতমঘুটু গ্রামের বাসিন্দা। রাতেই তাঁকে ঝালদা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাঁচির একটি হাসপাতালে পাঠানো হয়। শনিবার রাত প্রায় পৌনে নটা নাগাদ ঝালদা শহরের নামোপাড়ার কাছাকাছি তিনটি হাতিকে দেখতে পান লোকজন। তার আগেই চাতমঘুটু গ্রামে ওই ব্যক্তিকে শুঁড়ে পাকিয়ে আছাড় মেরেছিল একটি হাতি। সেই খবর ছড়িয়ে পড়ায় শহরে আতঙ্ক ছড়ায়। শুরু হয়ে যায় লোকজনের ছোটাছুটি। পরে বনকর্মীরা হাতির দলটিকে সরিয়ে দেন। ঝালদার পুরপ্রধান প্রদীপ কর্মকার বলেন, “শহরের ভিতরে হাতি চলে আসায় কিছুটা আতঙ্ক ছড়িয়েছিল। তবে তখন রাস্তায় লোকজন কম ছিল বলে রক্ষা পাওয়া গিয়েছে।”
|
হাতির দল ফসলের প্রচুর ক্ষতি করায় বন দফতরের গোদাপিয়াশাল রেঞ্জ অফিসে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। রবিবার সকালে বিক্ষোভ হয়। তবে গ্রামবাসীদের এই কর্মসূচি ঘিরে অনভিপ্রেত কোনও ঘটনা ঘটেনি। বন দফতর অবশ্য আশ্বাস দিয়েছে, এলাকা থেকে হাতি তাড়ানোর চেষ্টা চলছে। শষ্যহানি এড়ানোরও সব রকম চেষ্টা চলছে। দিন কয়েক আগে ১৩০টি হাতির দল ওড়িশা থেকে নয়াগ্রামে ঢুকে পড়ে। পরে নয়াগ্রাম থেকে কলাইকুণ্ডার শঙ্করবনির জঙ্গলে চলে আসে। সেখান থেকে চাঁদড়া পেরিয়ে ঢুকে পড়ে শালবনিতে। বৃহস্পতিবার রাতে শালবনির দেউলকুণ্ডায় তাণ্ডব চালায় ইতিমধ্যে হাতির হানায় প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মহিষ- ছাগল মারা গিয়েছে। প্রচুর ফসলও ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার রাত পর্যন্ত দলটি গোদাপিয়াশাল রেঞ্জের চন্দনকাঠ, পাথরচাটি এলাকায় ছিল।
|
আধ ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে পাঁচটি ঘর ভাঙল দাঁতাল হাতি। শনিবার রাত দুটো নাগাদ নিমতি জঙ্গল থেকে এক দাঁতাল খাবারের সন্ধানে হামলা চালায় নিমতি দোমহনী এলাকায়।
|
এলাকার প্রায় ৪০ জন বাসিন্দাকে কামড়াল এক পাগল কুকুর। রবিবার সকালে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আসানসোল উত্তর থানার শীতলাগ্রাম সংলগ্ন এলাকায়। রবিবার বিকেল পর্যন্ত প্রায় দশ জন আসানসোল হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ কুকুরটির খোঁজ শুরু করেছে। কিন্তু রবিবার বিকেলে তাকে এলাকায় আর দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আসানসোল পুরসভার ডেপুটি মেয়র অমরনাথ চট্টোপাধ্যায় জানান, সোমবার সকাল থেকে ওই কুকুরের খোঁজ শুরু করা হবে। |