গাড়ি শিখতে গিয়ে ধাক্কা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শিক্ষানবীশ চালকের গাড়ির ধাক্কায় জখম হল এক কিশোর। রবিবার, হাওড়ার মালিপাঁচঘরায়। আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোর হাসপাতালে ভর্তি। গাড়িটিকে পুলিশ আটক করলেও অভিযুক্ত চালক অজয়কুমার মিশ্র পলাতক। পুলিশ জানায়, জখম কিশোরের নাম বি প্রকাশ রাও। আদতে ওড়িশার বাসিন্দা ওই কিশোর মালিপাঁচঘরায় মামারবাড়িতে থাকে। এ দিন এলাকার কয়েক জনের সঙ্গে মাঠে ক্রিকেট খেলছিল প্রকাশ। সেই মাঠে একাই গাড়ি চালানো শিখছিলেন অজয়। প্রকাশ বল কুড়োতে মাঠের এক প্রান্তে গেলে অজয় তাঁকে ধাক্কা মারেন। দুর্ঘটনার পরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ, অজয় মত্ত অবস্থায় ছিলেন। গাড়ি থেকে মদের বোতলও মিলেছে। চলতি বছরের অক্টোবর মাসেই দু’টি পৃথক দুর্ঘটনায় ‘লার্নার লাইসেন্স’ নিয়ে গাড়ি চালানোর ফলে দু’জনের মৃত্যু হয়েছিল। ৫ অক্টোবর লেক টাউনে গাড়ি ঘোরাতে গিয়ে আট বছরের একটি শিশুকে পিষে দেন চালক। ২৮ অক্টোবর বেহালার রায়বাহাদুর রোডে এমনই একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সব্জিবিক্রেতা মহিলার। |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • আমতা |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবার। জখম ছেলে। রবিবার দুপুরে ঘটেছে আমতার কলাতলায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নুর ইসলাম (৪৫)। বাড়ি আমতার মানকাড়া গ্রামে। এ দিন দুপুরে ছেলেকে মোটর বাইকের পিছনে বসিয়ে চন্দ্রপুরে নিমন্ত্রণে যাচ্ছিলেন নুর। আমতার কলাতলা মোড়ে পিছন দিক থেকে একটি লরি এসে বাইকে ধাক্কা মারে। বাবা ও ছেলে দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় নুরের। ছেলেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। |
উত্তরপাড়ায় মেলা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
উত্তরপাড়ার শঙ্খশুভ্র ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ১-৭ জানুয়ারি শিশুমেলা হবে উত্তরপাড়া জয়কৃষ্ণ সাধারণ গ্রন্থাগারের মাঠে। ছোটদের নিয়ে অঙ্কন, আবৃত্তি, নাচ, গান প্রতিযোগিতা হবে। থাকছে বিভিন্ন বিষয়ে কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান। ডোকরা, পট-সহ নানা শিল্পের পসরা সাজিয়ে হাজির থাকবেন শিল্পীরা। |