শাসক দল রাজ্য জুড়ে চাপের রাজনীতি করছে বলে অভিযোগ তুললেন কেন্দ্রীয় নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সি।
রবিবার বৈদ্যবাটির বিএস পার্ক মাঠে কংগ্রেসের ১২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দীপাদেবী বলেন, “রাজ্যে ভয়ঙ্কর চাপের রাজনীতি করছে তৃণমূল। বেকার ছেলেমেয়েদের কখনও চাকরির লোভ দেখানো হচ্ছে। কখনও পুলিশের ভয় দেখানো হচ্ছে। মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। এই সংস্কৃতি আগে ছিল না।” তাঁর অভিযোগ, “এখন মিটিং-মিছিল করার অনুমতি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। অথবা করলেও তৃণমূলের বেছে দেওয়া জায়গায় করতে হচ্ছে।” রাজ্য জুড়ে সন্ত্রাস ও হিংসা বাড়ছে বলে তাঁর দাবি। দীপাদেবী বলেন, “পশ্চিমবঙ্গে উৎসব নয়, দুর্দিন দেখছি। বাংলায় স্বচ্ছ রাজনৈতিক বাতাবরণ অপসারিত হচ্ছে। ফেয়ার প্লে উঠে যাচ্ছে রাজনীতি থেকে। ভাষার সন্ত্রাস চলছে।”
দলীয় নেতা আব্দুল মান্নান, দিলীপ নাথকে পাশে নিয়ে আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা উড়িয়ে দেন দীপাদেবী। পাল্টা শাসক দলের সঙ্গে বিজেপির আঁতাত হতে চলেছে বলে ইঙ্গিত দেন। রাজ্য মন্ত্রিসভার রদবদল নিয়ে তাঁর কটাক্ষ, “মুখ্যমন্ত্রী মার্কশিট করলেন। সার্বিক ভাবে তিনিই সব মন্ত্রীদের মাথার উপরে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, মুখ্যমন্ত্রী নিজে পাশ করেছেন তো?”
অন্য দিকে, এ দিনই রিষড়ায় সিপিআইয়ের শ্রমিক সংগঠনের সম্মেলনে এসে দলের নেতা গুরুদাস দাশগুপ্ত বলেন, “রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি খুব খারাপ। হিন্দমোটর কারখানা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন মালিক পক্ষ। সর্বত্র স্থায়ী কর্মীদের সরিয়ে অস্থায়ী শ্রমিক নিয়োগের চেষ্টা চলছে।” |