টালিগঞ্জের একটি বাড়ির ছাদে ফের বোমা মিলল। শনিবারও ওই এলাকারই একটি বস্তিতে বোমা ফেটে জখম হয় এক কিশোর। পুলিশ জানায়, রবিবার একটি চারতলার বাড়ির ছাদে ২০টি দেশি বোমা মেলে। ওই বাড়ির বাকি তলাগুলিতে লোক থাকলেও চারতলা ফাঁকা। পুলিশের অনুমান, ছাদে বোমা বানানো হচ্ছিল। বাড়িটির অন্যান্য বাসিন্দা ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শনিবার টালিগঞ্জ রোডের বস্তিতে দেশি বোমা ফেটে জখম হয় তিন কিশোর। বস্তির দু’টি বাড়ির মধ্যে পাঁচটি বোমা ছিল। তার একটি ফাটে। পুলিশ জানিয়েছে, শনিবারের ঘটনায় উদ্ধার হয়েছিল বোতল বোমা। রবিবারের বোমাগুলির মধ্যেও তিনটি বোতল বোমা। তাই শনিবারের ঘটনার সঙ্গে এ দিনের ঘটনার যোগ রয়েছে বলে পুলিশের অনুমান। |
দিঘার হোটেলে মৃত্যু পর্যটকের |
হোটেলের সুইমিং পুলে ছেলেকে সাঁতার শেখাতে গিয়ে মৃত্যু হল রাজর্ষি বিশ্বাস (৪৫) নামে এক পর্যটকের। বাড়ি কলকাতার বেলঘরিয়ায়। রবিবার পুরনো দিঘার একটি হোটেলে ঘটনাটি ঘটে। শনিবার তিনি স্ত্রী ও পুত্রকে নিয়ে পুরনো দিঘার একটি হোটেলে ওঠেন। রবিবার সকালে সাঁতার শেখানোর জন্য তিনি ছেলেকে নিয়ে হোটেলের সুইমিং পুলে নামেন। সেইসময় আচমকা পুলের পাড়ে ধাক্কা লেগে তিনি অজ্ঞান হয়ে যান। স্টেট জেনারেল হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
|
বধূ নির্যাতনে ধৃত বিজেপি কর্মী |
বধূ নির্যাতনের অভিযোগে প্রকাশ অধিকারী নামে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ। রবিবার নদিয়ার নবদ্বীপে তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে ধরা হয়। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তি আন্দামানের বাসিন্দা। ব্যারাকপুরের স্পেশাল কোর্টে তাঁর ৪ দিনের জেল হাজতের নির্দেশ হয়েছে। |