ব্যবসার আস্থা সূচক বাড়ল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দেশ জুড়ে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ চাঙ্গা হওয়ার ইঙ্গিত দিল ১৭৪টি শিল্পকে নিয়ে করা সিআইআইয়ের সমীক্ষা। ‘বিজনেস কনফিডেন্স ইনডেক্স’ বা ব্যবসার আস্থা সূচক চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) বেড়ে হল ৫৪.৯%। গত ৫টি ত্রৈমাসিকের মধ্যে তা সর্বোচ্চ। আগের ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) তা ছিল ৪৫.৭%। শিল্পমহলের কাছে এই পরিসংখ্যান যথেষ্ট স্বস্তির। বণিকসভার ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, “বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আভাস মিলছে। যার জেরে বাড়ছে ভারতের রফতানি ব্যবসা, কমছে চলতি খাতে বৈদেশিক মুদ্রার লেনদেন ঘাটতি। বছরের দ্বিতীয়ার্ধে অর্থনীতি আর ঝিমিয়ে থাকবে না বলেই আমার বিশ্বাস।” |
ব্যবসা বাড়াতে বিগ বাজারের সঙ্গে জোট বাঁধল সিস্টেমা শ্যাম টেলিসার্ভিসেস। এমটিএস ব্র্যান্ড- নামে মোবাইল পরিষেবা দেয় তারা। চুক্তি অনুযায়ী, কলকাতায় বিগ বাজারের ১২টি বিপণিতে কিয়স্ক খুলবে এমটিএস। সেখানে সংস্থার নয়া সংযোগ থেকে শুরু করে রিচার্জ, বিল মেটানো, সিম বদল-সহ সমস্ত পণ্য ও পরিষেবা পাবেন গ্রাহকেরা। |
ক্যাপ্টেন অনিল কুমার গোভিল এয়ার ইন্ডিয়ার পূর্ব ভারতের নতুন এগ্জিকিউটিভ ডিরেক্টর (ইডি) হলেন। পাইলট হিসেবে তিনি ’৮৬ সালে সংস্থায় যোগ দেন। এয়ারবাস ৩০০,৩২০ এবং বোয়িং ৭৩৭ ছাড়াও তিনি নতুন প্রজন্মের ড্রিমলাইনার বিমানও চালাতে সক্ষম। |
আসানসোলের জিটি রোডে দ্বিতীয় বিপণি খুলল টার্টল। পুরুষদের পোশাক ও টাই, রুমাল, বেল্ট, ওয়ালেটের মতো পণ্য প্রস্তুতকারক এই সংস্থার দাবি, ছোট শহরে ব্যবসা বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ। |
গড়িয়াহাটে নতুন বিপণি খুলল টাইটান আই প্লাস। সংস্থার দাবি, পূর্ব ভারতে বাজার বাড়াতে এই উদ্যোগ। কলকাতায় এ নিয়ে ১৮টি দোকান খুলল সংস্থা। রাজ্যে এটি তাদের ২৩তম বিপণি। |
পেট্রাপোল বন্দর দিয়ে সপ্তাহের সব দিনই আমদানি-রফতানি চালানো হবে বলে ভারত-বাংলদেশের সচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। পেট্রাপোল শুল্ক দফতরের ডেপুটি কমিশনার শুভেন দাশগুপ্ত জানান, ২০১৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই নতুন নিয়ম কার্যকর হবে। ফলে, রাজস্ব বাড়বে বলে তাঁর আশা। |