নাচতে যখন হবেই
কালই তো নিউ ইয়ার্স ইভ। পরের দিন নিউ ইয়ার্স পার্টি।
পার্টি হবে আর এক কোণে বসে থাকবেন? তা আবার হয় নাকি!
কিন্তু নাচা বললেই কি আর নাচা? সালসা, জ্যাজ, জুম্বা থেকে লুঙ্গি ডান্স সিলেবাস তো আর কম নয়!
তাতে কী? সেমেস্টারের শেষের দিকেও তো নাওয়াখাওয়া ভুলে দিন-রাত এক করে পড়া চলে। পার্টির ক্ষেত্রে তার অন্যথা হবে কেন? পার্টি জনতার তাই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি।
কিন্তু ক’দিনের প্রস্তুতিতে তো আর হৃতিকের মতো নাচে পারদর্শী হওয়া যাবে না। তা হলে?
“ভাল নাচার তো দরকার নেই। পার্টিতে কে দেখছে আপনি গ্রামার মেনে নাচছেন কি না?” বলছিলেন ডিজে আকাশ। নিজের অভিজ্ঞতায় দেখেছেন, “টিভি আর রিয়্যালিটি শোয়ের দৌলতে এখন ছয় থেকে ষাট সবাই জানে কোন কোন স্টেপ মাস্ট। ছ’বছরের কাউকে জিজ্ঞেস করুন ‘রামজি কি চাল দেখো’র স্টেপ দেখিয়ে দিতে, আপনার-আমার থেকে অনেক ভাল ভাবে কপি করে দেবে রণবীরের স্টেপ। তবু অনেককে দেখি ডিসেম্বরের মাঝামাঝি কোনও না কোনও ডান্স অ্যাকাডেমিতে ভর্তি হতে। এগুলো কিন্তু আসলে ব্রাশ আপ করার জন্য। বেসিক স্টেপ সব্বার জানা। নাচে যার কোনও আগ্রহ নেই সে রাতারাতি নৃত্যবিশারদ হয়ে যাবে, এমন ভাবার কোনও মানে হয় না।”

কিন্তু এমনটাও তো হতে পারে, নাচ জানে, কিন্তু কোনও বিশেষ গানের স্টেপগুলো এখনও তোলা হয়নি। আবার কোনও ইনস্টিউটে যাওয়ার সময়ও নেই। তখন? “খুব সোজা। মনে করুন প্রতিদিন কী কী কাজগুলো করেন। সেগুলোকেই নাচের স্টেপে ঢুকিয়ে দিন। মানে, একটা স্টেপ হতে পারে: সিগারেটের বাট-টা ফেলে সেটাকে পায়ে পেষাই করা। আর একটা হতে পারে ডান হাতটা দিয়ে কাগজ ছড়াচ্ছেন আর বাঁ-হাত দিয়ে টিউবলাইট চেঞ্জ করছেন,” হাসতে হাসতে বলছিলেন বাবা যাদব, যাঁর কোরিওগ্রাফিতে ‘ও মধু, ও মধু’ পার্টিপাগল জনতার প্লে-লিস্টে সমানে টক্কর দিচ্ছে হিন্দি নাম্বারের সঙ্গে।
নিজে নিজে নাচের স্টেপ তুলে নেওয়া বা অল্প কয়েক দিনেই যে ভাল নাচতে শেখা যাবে না, এ কথা মানছেন অনেকেই। “নাচ শিখতে যাঁরা আসেন, তাঁরা মূলত নিজের প্যাশন থেকেই আসেন,” বলছিলেন সল্ট লেকের এক ডান্স ইন্সটিটিউটের সালোনি। বললেন, “আমাদের সব ধরনের কোর্সই আছে। অল্প কিছু দিনের জন্য সালসা থেকে জুম্বার মতো ডান্স ফর্ম। তবে শিখতে আসা সবাই কিন্তু নিজেদের প্যাশন থেকেই আসে। হ্যাঁ, ডিসেম্বরের শুরু থেকে চাপটা একটু বেড়ে যায়। ডেফিনিটলি সেটা পার্টি সিজনের কথা মাথায় রেখে। তবে এখন তো বাঙালি বিয়েতেও সঙ্গীত হয়। তাই বেসিক স্টেপ শিখে নিলে আখেরে সারা বছরই সেটা কাজে লাগবে।”
প্রায় একই সুর বাইশ বছরের সৃজনী জোয়ারদারের গলায়। কিছু দিন হল গড়িয়াহাটের এক ক্লাসে যোগ দিয়েছেন। “আমি তো মাত্র কয়েক দিন হল যোগ দিয়েছি। নাচতে ভালই লাগে। বিশেষ করে সালসা। ওটা নিজে নিজে শেখা যায় না। তাই যোগ দিয়েছিলাম। আর এখন তো অনেক হাউজ পার্টিতে সালসা খুব চলে। নাচে একেবারে নিরক্ষর হলে ভীষণ অকোয়ার্ড লাগে। অল্প কিছু দিনের জন্য হলেও তাই কারও থেকে একটু ট্রেনিং নিয়ে নেওয়া ভাল।”
হিট-লিস্ট
• লুঙ্গি ডান্স (‘চেন্নাই এক্সপ্রেস’)
• বদতমিজ দিল (‘ইয়ে জওয়ানি হ্যয় দিওয়ানি’)
• পার্টি অল নাইট (‘বস’)
• রামজি কি চাল দেখো (‘রামলীলা’)
• লট লগ গ্যয়ি (‘রেস ২’)
* তথ্য: ডিজে আকাশ
এই অল্প কিছু দিনের ট্রেনিং যে বেশ আকৃষ্ট করছে অনেককে, সেটা একবার গুগল সার্চ করলেই টের পাবেন। কলকাতা বা শহরতলির অনেক জায়গায় যে সব নাচের ট্রেনিং স্কুল আছে, তারা ফুলটাইম কোর্সের সঙ্গে সঙ্গে নাচের ‘ক্র্যাশ’ কোর্সও রাখছেন। আর এই এক সপ্তাহের ক্র্যাশ কোর্সের খরচ পাঁচ থেকে ছ’হাজারের মধ্যে হয়ে যাবে। বন্ধুদের কাছে ‘হিপ’ হতে বা পছন্দের মেয়েটিকে ইম্প্রেস করতে হাতখরচ থেকে দিব্যি এই টাকাটা ম্যানেজ করে নিচ্ছে জেন ওয়াই।
তবে শুধু যে জেন ওয়াই-ই এই পার্টি মরসুমে মেতে উঠেছে, তা কিন্তু নয়। ক্রিসমাস আর বর্ষশেষের অনেক পার্টি আয়োজন করা এক অর্গানাইজার জানাচ্ছেন, “বাস্তবেই ছয় থেকে ষাট দেখতে পাবেন ক্রিসমাস বা নিউ ইয়ার্স ইভের পার্টিতে। আমাদের মতো অর্গানাইজারও তাই তেমন ডিজে খোঁজ করেযাদের কনসোলে এই পুরো গ্রুপকে মাতিয়ে রাখার মশলা আছে।” অভিজ্ঞতা থেকেই জানাচ্ছেন: একই পার্টিতে ‘সাধের লাউ’ থেকে ‘এল জিটানো ডেল আমুর’য়ের তালে নাচতে দেখেছেন জনতাকে।
কিন্তু সবে বিয়ের মরসুম গেল। পার্টি তো লেগেই আছে। অবাধ খাওয়ায় যে চর্বিটা জমা হয়েছে, সেই ‘ফ্ল্যাব’ওয়ালা চেহারায় ‘লুঙ্গি ডান্স’? “একদম ভাল দেখাবে না। ওয়ার্ক আউটটা চালিয়ে যেতেই হবে। নাচও চলতে পারে। বিশেষ করে ‘জুম্বা’ নাচ তো ওয়ার্ক আউট হিসেবেও খুব জনপ্রিয়। পায়ের মাসল আর পেটের জন্য কোর এক্সারসাইজ করলে, ফ্ল্যাট পেট পেতে বেশি সময় লাগবে না।”
বর্ষশেষ তো আর বারবার আসবে না। বর্ষশেষের পার্টিও না। তাই নাচতে পারুন আর না-ই পারুন, ‘লেটস্ মুভ ইয়োর বডি’।
নাচটা এসেই যাবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.