লোকসভা ভোটের আগে জলপাইগুড়ির নেতা তথা প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়কে দলে আবার স্বপদে বহাল করার প্রক্রিয়া শুরু করল ফরওয়ার্ড ব্লক। আলু কেলেঙ্কারিতে অভিযুক্ত গোবিন্দবাবু এখন জামিনে মুক্ত। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পরে গোবিন্দবাবু দলের সব পদ ছেড়ে দিয়েছিলেন। কিন্তু লোকসভা ভোটের আগে তাঁর সদস্য পদ ফিরিয়ে তাঁকে আবার দলের কাজ করার জন্য সবুজ সঙ্কেত দিল ফব-র রাজ্য সম্পাদকমণ্ডলী।
ফব-র জলপাইগুড়ির জেলা সম্পাদক এবং দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন গোবিন্দবাবু। ওই জেলারই একটি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান হিসেবে আলু কেনা নিয়ে স্বজনপোষণ এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তৃণমূল বিষয়টি নিয়ে এখনও সরব। কিছুদিন আগেই ফব-র কিছু জেলা নেতাও কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। জামিনে মুক্ত হলেও গোবিন্দবাবু এখনও মামলা থেকে নিষ্কৃতি পাননি। এই অবস্থায় তাঁকে আবার দলের মুখ হিসেবে সামনে রাখলে লোকসভা ভোটের আগে তৃণমূল ফের হাতিয়ার পেয়ে যেতে পারে বলে ফব-র একাংশের আশঙ্কা। তবে দলের রাজ্য সম্পাদকমন্ডলীর এক সদস্য শনিবার বলেন, “ওঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। থানা-পুলিশ এবং আদালতে ছোটাছুটির হাত থেকে আপাতত তিনি কিছুটা রেহাই পেয়েছেন। সে জন্যেই তাঁকে দলের কাজে ব্যবহার করা হচ্ছে।” এই জন্য শীঘ্রই জলপাইগুড়িতে ফব-র বিশেষ জেলা সম্মেলন হবে।
ফব-র রাজ্য কমিটির বৈঠকে এ দিন দলের কমিশন গড়ার প্রসঙ্গ উঠেছিল। রাজ্য নেতৃত্ব জেলা নেতাদের আশ্বাস দিয়েছেন, সরল দেবের সদস্য পদ নবীকরণ সংক্রান্ত বিতর্ক ও নরেন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নিয়ে কমিশন সকলের মতামত নিয়ে তবেই সিদ্ধান্ত নেবে। |