প্রয়াত কালী ঘোষ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রবীন সিটু নেতা কালী ঘোষ প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ২০০৩ সাল থেকে ১০ বছর তিনি রাজ্যে সিটুর সাধারণ সম্পাদক ছিলেন। কলকাতার হাইড রোডের বাসিন্দা কালীবাবু হাইড রোড-বেহালা এলাকার বিভিন্ন কারখানার শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সেইসঙ্গে তিনি চটকল ও নির্মাণ শিল্পের শ্রমিকদের সঙ্গেও যুক্ত ছিলেন। আন্দোলন করতে গিয়ে কালীবাবু দীর্ঘ সময় জেলও খেটেছেন। আপাত কঠিন কালীবাবুর মধ্যে বিভিন্ন বিষয়ে রসবোধ ছিল যথেষ্ট। সিটুর কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর এই প্রাক্তন সদস্য শ্রম-আইন সম্পর্কে একাধিক বই লিখেছিলেন। |
রাজ্যের প্রায় সব দফতরেরই প্রশাসনিক ক্যালেন্ডার তৈরি। ২ জানুয়ারি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নবান্নে ক্যালেন্ডারের উদ্বোধন করতে চলেছেন রাজ্যপাল এম কে নারায়ণন। অনুষ্ঠানেই রাজ্যের স্বাস্থ্য ও পূর্ত দফতরের বেশ কয়েকজন কর্মীকে ভাল কাজ করার জন্য পুরস্কৃতও করা হবে। যাঁদের মধ্যে থাকবেন কয়েক জন চিকিৎসক ও নার্সও। ক্যালেন্ডার তৈরির পরিকল্পনা ছিল খোদ মুখ্যমন্ত্রীর। পূর্ত দফতরের কর্তারা জানিয়েছেন, জার্মান প্রযুক্তিতে তৈরি অগ্নিনিরোধক অ্যালুমিনিয়াম পাতের বিশাল তাঁবুর মধ্যেই উদ্বোধনী অনুষ্ঠান হবে। |