টুকরো খবর |
মোদী নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে বোর্ড
সংবাদ সংস্থা • চেন্নাই |
নির্বাসিত আইপিএল কমিশনার ললিত মোদীর বিরুদ্ধে আদালতে যাওয়া প্রত্যাশিত ছিল। শুধু প্রশ্ন ছিল, কোন রাস্তায় সুপ্রিম কোর্টে যাওয়া হবে? শনিবার চেন্নাইয়ে বোর্ডের ইমার্জেন্ট ওয়ার্কিং কমিটি বৈঠকে সে রাস্তাও বার করে ফেলা হল। রাজস্থান ক্রিকেট সংস্থার নির্বাচনে দাঁড়িয়েছিলেন মোদী। বোর্ড দ্বারা নির্বাসিত হয়েও। নির্বাচনের ফলাফল এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। এবং বোর্ড ঠিক করে ফেলল, ওই মামলারই পার্টি হবে বোর্ড। আরসিএ নির্বাচনের বৈধতাকেই চ্যালেঞ্জ করে। মোদী কী ভাবে নির্বাচনে অংশ নিতে পারেন, এই প্রশ্ন তুলে। ১৯ ডিসেম্বর সুপ্রিম কোর্ট অবজার্ভারের উপস্থিতিতে আরসিএ নির্বাচনে লড়েন মোদী। যার পরপরই বোর্ড তাঁর বিরুদ্ধে আইনি রাস্তায় যাওয়ার কথা ভাবতে শুরু করে। শনিবারের বৈঠকে শুধু ব্যাপারটায় সরকারি সিলমোহর পড়ার ছিল। ঠিক করার ছিল কী ভাবে যাওয়া হবে। যা ঠিক হয়েছে, স্পেশ্যাল লিভ পিটিশন জমা করে সুপ্রিম কোর্টে মোদীর বিচারাধীন মামলায় বোর্ড ঢুকবে। বৈঠকের পর এ দিন এক বিবৃতিতে বোর্ড সচিব সঞ্জয় পটেল বলেন, “ওয়ার্কিং কমিটি বৈঠক ডাকা হয়েছিল মোদীর বিরুদ্ধে কী করা হবে তা নিয়ে। মোদীকে বোর্ড নির্বাসিত করেছিল। মোদী সেই সিদ্ধান্তে পাত্তা না দিয়ে আরসিএ নির্বাচন লড়েছেন।” যদিও আরসিএ আইনজীবী মেহমুদ আবদি আবার পাল্টা বলেছেন যে, ভারতীয় ক্রিকেট প্রশাসনে মোদীর প্রত্যাবর্তন নিয়ে শ্রীনিবাসনের কোনও সিদ্ধান্ত নেওয়ারই কোনও জায়গা নেই। যেহেতু মোদীর সঙ্গে বোর্ড প্রেসিডেন্টের পুরনো শত্রুতা আছে।
পুরনো খবর: মনোনয়ন জমা মোদীর, আরসিএ-কে সাসপেন্ড করার হুমকি দিল বোর্ড
|
সমস্যায় কলকাতা লিগ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নিজেদের ইচ্ছে মতো যখন খুশি ক্রীড়াসূচি বদলে চলেছে পুলিশ। কলকাতা লিগের দেড় মাস আগে তৈরি সূচি পুলিশকে জমা দেওয়ার পরও শেষ মুহূর্তে পুলিশের জন্য আজ রবিবারের ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচ পিছিয়ে দিতে হয়েছে আইএফএ-কে। তার পরিবর্তে হবে ইস্টবেঙ্গল-আর্মি একাদশ। পুলিশের যুক্তি, যুবভারতীতে মরু মেলার আসর বসেছে। সে জন্য পুলিশ দেওয়া যাবে না। ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচের পরিবর্ত দিন ২ জানুয়ারি। এর ফলে ৪ তারিখ মোহনবাগান-মহমেডান ম্যাচ পিছিয়ে হবে ৬ জানুয়ারি। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “একটা ম্যাচ পিছিয়ে গেলে পুরো সূচি ঘেঁটে যায়। মহমেডান একটা বড় ম্যাচ খেলে কী করে এক দিন বাদে আরও একটা বড় ম্যাচ খেলবে?” |
রবিবারে কলকাতা লিগ
ইস্টবেঙ্গল : আর্মি একাদশ (যুবভারতী, ৪-০০)
|
বয়স ভাঁড়াল বাংলার তিন
সংবাদ সংস্থা • অজমের |
জাতীয় ক্যাডেট ও সাব জুনিয়র টেবল টেনিসের আসরে বয়স ভাঁড়িয়ে ধরা পড়ল বাংলার তিন প্লেয়ার অভিজিৎ বসু, ঋতিকা কুন্ডু ও কৌশানি নাথ। ঋতিকা উত্তরবঙ্গের। মেয়েদের সাব জুনিয়র টিম ইভেন্টে সোনাজয়ী বাংলা দলের সদস্যা ছিল কৌশানি। ফলে বাংলার সেই সোনা কেড়ে নেওয়া হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে ১২ জানুয়ারি, পটনায় টিটি ফেডারেশনের এগজিকিউটিভ বোর্ডের সভায়। বাংলার সোনা কেড়ে নেওয়া হলে তা পাবে তামিলনাড়ু। বয়স ভাঁড়িয়ে ধরা পড়েছে অসম, হিমাচল প্রদেশ ও কর্নাটকের তিন জুনিয়র খেলোয়াড়ও।
|
খেলোয়াড় বাছাই
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
যুব কল্যাণ দফতরের স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে শিলিগুড়িতে খেলোয়াড় বাছাই করলেন কলকাতা ময়দানের প্রাক্তন ফুটবলাররা। ২৬ ডিসেম্বর থেকে খেলোয়াড় বাছাই শুরু হয়েছে। আজ রবিবারই শেষ দিন। ফুটবলার বাছতে এসেছেন গৌতম সরকার, শ্যাম থাপা এবং অলক দাস। আগামী যুব বিশ্বকাপকে সামনে রেখে এই বাছাই বলে জানিয়েছেন শিলিগুড়ির ডেপুটি ম্যাজিস্ট্রেট সপ্তর্ষি নাথ। দার্জিলিং জেলার ৩৪ জনকে প্রাথমিকভাবে বাছা হয়েছে। এঁদের কলকাতায় প্রশিক্ষণ দেওয়া হবে।
|
আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হাওড়া জেলা দাবা অ্যাসোসিয়েশনের আয়োজনে আন্তর্জাতিক দাবা ওপেন ৩১ থেকে ৩ জানুয়ারি সেন্ট অ্যালয়সিয়াস অরফানেজ অ্যান্ড ডে স্কুলে। দেশ বিদেশের ৪০০ প্রতিযোগী অংশ নেবেন। |
|