শরীর বেশ খারাপ। তার উপর দ্বিতীয় রাউন্ডের মাঝপথে ছন্দ হারানোর টাটকা স্মৃতিও সম্ভবত চিরতার কাজ করছিল। সব মিলিয়ে সকাল দশটার একটু পরে যখন তৃতীয় রাউন্ডে নামছেন, মুখটা বেশ গম্ভীরই। কিন্তু অসুস্থ শরীরেও জোড়া ঈগল-সহ সাত আন্ডার ৬৫ স্কোরে তুলকালাম ফেলে দিয়ে আরসিজিসি-তে নেতার সিংহাসন পুনর্দখল করলেন অনির্বাণ লাহিড়ী।
ম্যাকলিয়ড রাসেল ট্যুর চ্যাম্পিয়নশিপে দিন-শেষে ছাব্বিশের তারকার মুখে সেই পরিচিত ঝলমলে হাসিটাই শুধু নয়, ঝুলিতে পুরো তিন শটের লিড। বিশেষজ্ঞদের বিশ্বাস, রবিবাসরীয় দুপুর কোনও অঘটনের বাহক না হলে, কলকাতায় নিজের প্রথম খেতাব শিকারটা আজই সেরে ফেলবেন অনির্বাণ।
“নিজের খেলায় আজ আমি নিজেই থ্রিলড!” আঠারো নম্বর হোল বোগি করে দিনের একমাত্র ভুলের পর মুখের সাময়িক মেঘটা কেটে আবার রোদ উঠেছে। অনির্বাণ বলছিলেন, “কাল রাত থেকে শরীর বেশ খারাপ। আজও সারা দিন কিচ্ছু খাইনি। তাই শেষমেশ এত ভাল খেলায় নিজেই অবাক হয়ে গিয়েছি!” খোঁজ করে জানা গেল, আগের রাত থেকেই পেটের সঙ্গে বনিবনা হচ্ছে না অনির্বাণের। হাজার উপরোধেও মুখে একটা দানা তুললেন না। কিন্তু শরীর যতটা নিস্তেজ ছিল, কোর্সে নেমে ঠিক ততটাই তেজিয়ান। |
শনিবার আরসিজিসি-তে অনির্বাণ। ছবি: উৎপল সরকার। |
দ্বিতীয় হোল বার্ডির পর চার নম্বরে দুরন্ত চিপ করে ঈগল। এর পরে ফের চিপ করে ঈগল পনেরো নম্বরে। এ দিন ৪৫ ফুট থেকে ঈগল করলেন কলকাতার রাহিল গাঙ্গজিও। কিন্তু একই রাউন্ডে অনির্বাণের মতো জোড়া ঈগলের নজির, ভারতীয় ট্যুরে তো বটেই, গল্ফেই খুব বেশি নেই। সঙ্গে চারটি বার্ডি করায় ৮-আন্ডার স্কোর যখন, গুঞ্জন শুরু হল, এটাই কি আরসিজিসি-র কোর্স রেকর্ড? রাহিল গাঙ্গজি স্মৃতি কনসাল্ট করে বললেন, “না”। এর আগে এক মার্কিন গল্ফার নাকি এখানে ৯-আন্ডার করেছেন। সম্ভবত সেটাই কোর্স রেকর্ড। অনির্বাণের শেষ হোল বোগি হওয়ায় রেকর্ড-চর্চা থামল। তবে তারকা নিজে দারুণ উচ্ছ্বসিত বলছিলেন, “একই রাউন্ডে তিনটে চিপ-ইন আর জোড়া ঈগল কিন্তু সচরাচর হয় না। আরসিজিসি-তে এটাই এখনও পর্যন্ত আমার খেলা সেরা রাউন্ড।”
অনির্বাণের মতোই সাত-আন্ডার ৬৫ করে চাঞ্চল্য সৃষ্টি করলেন দিল্লির চিরাগ কুমার। যিনি যুগ্ম সাত থেকে এক লাফে দ্বিতীয় স্থানে উঠে এসে নেতাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। ১৪-আন্ডার মোট স্কোরে থাকা অনির্বাণের সঙ্গে ১১-আন্ডারে থাকা চিরাগের ব্যবধান তিন শটের। রাহিল গাঙ্গজি তৃতীয় রাউন্ডেও ৬৮ করে তৃতীয় স্থানটা দখলে রেখেছেন। সঙ্গে এ দিনই টুর্নামেন্টে নিজের সেরা রাউন্ড খেলে ৬৯ স্কোর করলেন গগনজিৎ ভুল্লার। তবে তিনি নেতার থেকে ৯ শটে পিছিয়ে যুগ্ম আট নম্বরে। |