তারকা ও সুন্দরী |
|
|
ছুটির মেজাজে। দুবাইয়ে পরিবারের সঙ্গে রোনাল্ডো।
আর্জেন্তিনায় বান্ধবীর সঙ্গে মেসি। ছবি টুইটার। |
|
চলতি মরসুমে ৩২ ম্যাচে ৪০ গোল করা পর্তুগিজ মহাতারকা প্লে-অফে হ্যাটট্রিক করে টিমকে ব্রাজিল বিশ্বকাপে তুলে এখন জাতীয় নায়ক। তবে পর্তুগালের ক্যাপ্টেন একই সঙ্গে সামনে কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে নিজেই স্বীকার করে নিচ্ছেন। “সত্যি কথা বলতে গ্রুপটা কঠিন (যুক্তরাষ্ট্র, ঘানা আর জার্মানি) আমাদের একটা করে ম্যাচ ধরে এগোতে হবে। তার উপর আবার প্রথম ম্যাচেই জার্মানির মতো দুরন্ত একটা দলের মুখে পড়তে হবে।” সতর্ক। এবং আত্মবিশ্বাসীও। তাই তাঁর ধারাবাহিক সাফল্য নিয়ে প্রশ্ন করলে সিআর সেভেন বলে দেন, “চাপ নিতে ভাল লাগে। গত ছ’সাত বছর ধরে প্রত্যেক বছরই আমি আরও উন্নতি করেছি। প্রত্যেকটা মরসুমই আমার কাছে নতুন চ্যালেঞ্জ। সব সময় চেষ্টা করি সাফল্য নিজেকেই উৎসর্গ করার।”
মজার হল, ফ্রি-কিক নিয়ে পর্তুগিজ তারকার আশা পূরণ হতে পারে বিশ্বকাপেই। ফিফা ঘোষণা করেছে ব্রাজিলে রেফারিরা ‘ম্যাজিক স্প্রে’ ব্যবহার করবেন মাঠে। রোনাল্ডো যা চাইছেন সেটা হতে তাই কোনও সমস্যাই নেই। তবে একই মঞ্চে থাকা দুই ফুটবল কোচ পেপ গুয়ার্দিওলা আর ফাবিও কাপেলোর ক্ষেত্রেও সেটা হবে কি না বলা যাচ্ছে না। রাশিয়ার কোচ কাপেলো চান ‘টাইমআউট’। যাতে ম্যাচের মধ্যে কোনও একটা সময় এক বা দু’মিনিটের ব্রেকে প্লেয়ারদের সঙ্গে কথা বলার সুযোগ পান কোচ। আর বায়ার্ন মিউনিখ কোচ গুয়ার্দিওলা আরও পরিবর্ত ফুটবলার নামানোর নিয়ম আনার পক্ষে। |