বড়দিন উপলক্ষে বেনিয়াপুকুর থানা এলাকায় একটি জলসায় মাইকে গান বাজানো নিয়ে বচসার জেরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃত অজিত সাহা (৪৫) ৫৮ নম্বর সুন্দরীমোহন অ্যাভিনিউয়ের বাসিন্দা। তিনি একটি মুদিখানা চালাতেন। বুধবার রাতে বচসা বাধলে অজিতবাবুকে মারধর করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার মৃত্যু হয় তাঁর। অজিতবাবুর পরিবারের তরফে স্থানীয় পাঁচ যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। |
অজিতবাবুর এক প্রতিবেশী অরুণা দাস জানান, প্রতি বছরের মতো এ বারও বড়দিনে বেনিয়াপুকুরের হাতিবাগান মোড়ে ফুটপাথে মাইক বাজিয়ে অনুষ্ঠান করছিলেন বাসিন্দারা। রাত ৯টা নাগাদ অনুষ্ঠান শুরুর কিছু পরে এক দল যুবক এসে তা বন্ধ করতে বলে। কিন্তু উদ্যোক্তারা আমল না দেওয়ায় ওই যুবকেরা চলে যায়। অরুণাদেবীর অভিযোগ, রাত দশটা নাগাদ মত্ত অবস্থায় ফের হাজির হয় ওই যুবকেরা। লাথি মেরে সাউন্ড বক্স ফেলে দেয়। অজিতবাবু যুবকদের বাধা দিতে গিয়ে প্রহৃত হন বলে অভিযোগ। অরুণাদেবী বলেন, “অজিতবাবুকে ওই যুবকেরা ঠেলে ফেলে দেয়। ম্যানহোলের ঢাকনায় লেগে তাঁর মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। জ্ঞান হারান তিনি।” এলাকাবাসীরা জানান, অজিতবাবুকে প্রথমে ন্যাশনাল মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। পরে বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার দুপুরে সেখানেই মারা যান তিনি।
শনিবার অজিতবাবুর দিদি সন্ধ্যা সাহা জানান, ওই রাতে অজিতবাবু দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময়েই ঘটনাটি ঘটে। অজিতবাবুর এক আত্মীয় বলেন, “অনুষ্ঠানটির সঙ্গে অজিতবাবু কোনও ভাবে যুক্ত ছিলেন না। বাড়ি ফেরার পথে তিনি সেখানে যান।” এলাকায় পুলিশের টহলদারি থাকা সত্ত্বেও কী ভাবে এমন ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। |