টুকরো খবর
বোমা ফেটে জখম তিন কিশোর
ঠান্ডায় কষ্ট পাওয়া সদ্যোজাত কয়েকটি কুকুরছানার গায়ে চটের বস্তা চড়াতে গিয়ে বিকট শব্দে কেঁপে উঠল বস্তির একাংশ। বিস্ফোরণের ধাক্কায় ছিটকে পড়ল তিন কিশোর। ধোঁয়া সরতে দেখা গেল রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তারা। পুলিশ জানায়, শনিবার ৫৩ নম্বর টালিগঞ্জ রোডের বস্তিতে দেশি বোমা ফেটে জখম হয় ওই তিন কিশোর। এক জনের অবস্থা আশঙ্কাজনক। তার ডান হাতে বোমার স্প্লিন্টার ঢুকে যায়। সে পিজিতে ভর্তি। প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে বাকিদের। পুলিশ জানায়, বস্তির দু’টি বাড়ির মধ্যে এক ফালি জায়গায় রাখা পাঁচটি বোমার একটি ফাটে। বম্ব ডিসপোজাল স্কোয়াড বাকি চারটি বোমা উদ্ধার করে। পুলিশের অনুমান, এটি স্থানীয় দুষ্কৃতীদেরই কাজ। জখম কিশোর, স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র গোপাল হালদার জানায়, বন্ধু রাজা হালদার, রাজার দাদা রানা এবং সানি সাউয়ের সঙ্গে খেলছিল সে। হঠাৎ শোনে কয়েকটি কুকুরছানা চিৎকার করছে। গোপালের কথায়, “আমি, সানি আর রাজা একসঙ্গে ওদের কাছে যাই। বন্ধুদের বলি, ঠান্ডায় ওরা কষ্ট পাচ্ছে। গায়ে কিছু চাপা দিই। বস্তাটা চাপা দিতে গিয়ে মাটিতে হাত পড়তেই দড়াম করে শব্দ। ছিটকে পড়ে গেলাম।” বিকেলেই ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার ৮৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর মালা রায়। ওই বস্তি তাঁর ওয়ার্ডে। মালাদেবী বলেন, “এত দিন এই জায়গায় কোনও গোলমাল ছিল না। প্রশাসনকে বলেছি দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।” সন্ধ্যায় ওই বস্তিতে যান রাসবিহারী কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ও। বিধায়ক বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে বলেছি পুলিশকে।”

জট কাটিয়ে উদ্বোধন শৌচাগারের
ফুটপাথের কিছু দোকানির আপত্তিতে আটকে ছিল যতীন দাস পার্কে শৌচাগার তৈরির কাজ। ওই প্রকল্পেই তাঁদের পুনর্বাসন দিয়ে পার্কটির সৌন্দর্যায়নে নজির গড়ল পুরসভা। পার্ক লাগোয়া জায়গায় দোতলা ভবন গড়েছে পুরসভা। একতলায় শৌচাগার, উপরে কাফে। শনিবার ওই শৌচাগারের উদ্বোধন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ছিলেন সাংসদ সুব্রত বক্সী, মেয়র পারিষদ দেবাশিস কুমার ও স্বপন সমাদ্দার। পুরসভা সূত্রের খবর, পার্কের সামনে কিছু টাইপিস্ট দোকান খোলায় আটকে যায় কাজ। মেয়র পারিষদ দেবাশিসকুমার বলেন, “সিদ্ধান্ত হয় নতুন ভবনে টাইপিস্টদেরও জায়গা হবে। ১৮ জন টাইপিস্ট রাজিও হন।” তিনি জানান, শৌচাগারের পাশে তাঁদের একটি ঘর দেওয়া হয়েছে। স্বপনবাবু জানান, প্রায় ৩৪ লক্ষ টাকা ব্যয়ে ওই ভবন তৈরি হয়েছে। কাফে চালানোর দায়িত্ব পেয়েছে এক স্বেচ্ছাসেবী সংস্থা।

যাদবপুরে সার্চ কমিটি গড়ার প্রক্রিয়া শুরু
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য বাছাইয়ের জন্য সার্চ কমিটি গড়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। সার্চ কমিটিতে আচার্য-রাজ্যপালের মনোনীত সদস্যের নাম চাওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অস্থায়ী ভাবে উপাচার্যের দায়িত্ব পালন করছেন শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির (বেসু) শিক্ষক অভিজিৎ চক্রবর্তী। তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবে মাস চারেক বাদে। শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, “রাজ্যপালের কাছে মনোনীত সদস্যের নাম ইতিমধ্যেই চাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাছেও শীঘ্রই তা চাওয়া হবে।” তিনি জানান, আর অস্থায়ী ভাবে নয়। অভিজিৎবাবুর পরে সার্চ কমিটি মারফত বাছাই করে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে যাদবপুরে।

গার্ডেনরিচে চুরি
গার্ডেনরিচ থানা এলাকার একটি বাড়িতে চুরির অভিযোগ উঠল। শনিবার সকালে রামনগর লেনে ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। একটি বাড়ির একতলায় ভাড়া থাকেন সঞ্জু শ্রীবাস্তব নামে এক মহিলা। তাঁর অভিযোগ, সকালে তিনি বাজারে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন শোকেসের ভিতর থেকে একটি রুপোর নুপূর, সোনার কানের দুল ও মঙ্গলসূত্রটি উধাও।

অনশনে অসুস্থ
এক সপ্তাহ অনশনের জেরে শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়েন দু’জন। শনিবার ভোরে এক জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি বিধাননগরে কেন্দ্রীয় সরকারের অধীন রাষ্ট্রীয় হোমিওপ্যাথি হাসপাতালের। হাসপাতাল পরিকাঠামোর বেহাল দশা নিয়ে কর্তৃপক্ষ পদক্ষেপ করছেন না, এই অভিযোগে ছাত্রেরা চলতি বছর একাধিকবার বিক্ষোভ-অবস্থান করে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.