এ বার মোটর গাড়ির টায়ারের বাজারে পা ফেলতে চলেছে বিড়লা টায়ার্স। এর জন্য ওডিশার বালেশ্বরে একটি নতুন কারখানা গড়ছে কেশোরাম গোষ্ঠীর ওই সংস্থা। আগামী ১ বছরের মধ্যেই নতুন কারখানাটি চালু করতে চান কর্তৃপক্ষ। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে নিজেদের আরও বেশি করে পরিচিত করার সিদ্ধান্ত নিয়েছে কেশোরাম গোষ্ঠীগোষ্টী। এর জন্য নিজেদের ভাবমূর্তি আরও উন্নত করতে উদ্যোগী হয়েছে তারা। এই উদ্দেশে সিঙ্গাপুরের ব্র্যান্ড বিল্ডিং সংস্থা গ্রে গ্রুপকে নিয়োগ করেছেন কর্তৃপক্ষ।
বালেশ্বরের নতুন টায়ার কারখানাটি গড়তে কেশোরাম গোষ্ঠী ৭২০ কোটি টাকা লগ্নি করা হবে বলে জানান সংস্থার সিইও অরবিন্দ কুমার সিংহ। তিনি বলেন, ইতিমধ্যেই ৪৭০ কোটি টাকা তাঁরা লগ্নি করেছেন। বছরখানেকের মধ্যেই কারখানটিতে উৎপাদন শুরু হবে। ওই কারখানায় মাসে ৯৫ টন টায়ার তৈরি করা যবে।
এত দিন বিড়লা টায়ারর্স ট্রাক এবং বাসের টায়ারই তৈরি করত। অরবিন্দবাবু জানান, ওই ধরণের টায়ারের বাজারের ১৩% তাঁদের দখলে রয়েছে।
আন্তর্জাতিক বাজারে কেন তাঁরা আরও বেশি করে পরিচিত হতে চান? এই প্রশ্নের উত্তরে অরবিন্দবাবু বলেন, “রফতানি বাড়ানোই আমাদের একমাত্র উদ্দেশ্য নয়। বিদেশের সংস্থার সঙ্গে ব্যবসায়িক উদ্দেশে নানা ভাবে গাঁটছড়া বাঁধতে চাই আমরা।” কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “যেমন, টায়ার তৈরির কাঁচামাল রবারের জোগান দেশে সীমিত। প্রয়োজনে আমরা বিদেশের রবার তৈরির সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধব। এই ধরণের বেশ কিছু কর্মসূচি আন্তর্জাকি বাজারে গ্রহণ করার পরিকল্পনা আমাদের রয়েছে।” |