টু-জি স্পেকট্রাম নিলামের শুরুর দিন পিছিয়ে ৩ ফেব্রুয়ারি করল কেন্দ্রীয় টেলিকম দফতর (ডট)। এর আগে ২৩ জানুয়ারি থেকে ৯০০ এবং ১,৮০০ মেগাহার্ৎজের টু-জি স্পেকট্রাম নিলাম শুরু হবে বলে জানিয়েছিল তারা। স্পেকট্রাম ব্যবহারের খরচ নিয়ে সিদ্ধান্ত না-হওয়া এবং টেলি পরিষেবা সংস্থাগুলি নিলামের জন্য আরও সময় চাওয়াতেই দিন পিছোনো হল বলে ডটের পক্ষ থেকে জানানো হয়েছে। স্পেকট্রাম ব্যবহারের খরচ হিসাবে প্রতি বছর সংস্থাগুলির আয়ের ৩-৮% চার্জ নেয় কেন্দ্র। সম্প্রতি টেলিকম নিয়ন্ত্রক ট্রাই তা কমিয়ে ৩-৫% করার প্রস্তাব দিয়েছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই সব কারণেই নিলাম শুরুর দিন পিছোনো হল। নিলামের আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিনও ৪ জানুয়ারি থেকে পিছিয়ে ১৫ জানুয়ারি করা হয়েছে।
|
এ বার ব্র্যান্ডেড জেনেরিক ওষুধ ব্যবসায় পা রাখল এলি লিলি অ্যান্ড কোম্পানি ইন্ডিয়া। স্তন, কোলন ও রেক্টামের ক্যান্সারের চিকিৎসার জন্য বাজারে নতুন চারটি ওষুধ এনেছে সংস্থা। তাদের দাবি, লিল থেরাপিউটিক্স ব্র্যান্ড নামে তাদের নতুন এই ওষুধগুলি সর্বপ্রথম ভারতের বাজারেই আসছে। দাম থাকবে সাধারণের নাগালের মধ্যেই। |