টুকরো খবর |
নকল খবরে ইতি হল বৈঠকের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নকল দুর্ঘটনার খবরে নির্দিষ্ট সময়ের আগে শেষ হয়ে গেল সরকারি বৈঠক। শুক্রবার এ ঘটনা ঘটে মেদিনীপুরে। এ দিন মেদিনীপুরের প্রদ্যোত্ স্মৃতি সদনে এক বৈঠক হয়। সমস্ত পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিওদের পাশাপাশি উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রধান সচিব সৌরভ দাস, একশো দিনের কাজ প্রকল্পে এ রাজ্যের কমিশনার দিব্যেন্দু সরকার। ঠিক ছিল, বেলা তিনটে নাগাদ বৈঠক শেষ হবে। কিন্তু, বৈঠক দু’টো নাগাদ শেষ হয়। কেন? জানা গিয়েছে, এদিন খড়্গপুরের নিমপুরায় রেলের এক মহড়া ছিল। সেখানে নকল দুর্ঘটনা ঘটানো হয়। মুহুর্তে সেই খবর এসে পৌঁছয় প্রদ্যোত্ স্মৃতি সদনে। শুরুতে এক আধিকারিকের কাছে দুর্ঘটনার খবর আসে। পরিস্থিতি দেখে তড়িঘড়ি বৈঠকের ইতি টানতে হয়।
|
সিপিএমের দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এলাকায় বসবাসকারী সমস্ত মানুষের রেশন কার্ড করা, ভুয়ো কার্ড থাকলে তা তদন্ত সাপেক্ষে বাতিলের ব্যবস্থা করা-সহ বেশ কিছু দাবিতে শুক্রবার খাদ্য দফতরে ডেপুটেশন দিয়েছে সিপিএমের মেদিনীপুর শহর জোনাল কমিটির অন্তর্গত হাঁসপুকুর শাখা কমিটি। নেতৃত্ব দেন ২ নম্বর লোকাল কমিটির সম্পাদক সুকুমার আচার্য, হাঁসপুকুর শাখা সম্পাদক প্রদীপ দাস প্রমুখ। সব গরিব মানুষকে বিপিএল তালিকা ভুক্ত করা এবং তাঁদের বিপিএল কার্ড দেওয়ারও দাবি জানানো হয়।
|
ফুটবল টুর্নামেন্ট
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মহাতাবপুর পরিবর্তন সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে শুরু হল নকআউট ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন হয়। উদ্বোধন করেন মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু। খেলা চলছে অরবিন্দ স্টেডিয়ামে। এ বার ১৬টি দল যোগ দিয়েছে। রবিবার দু’টি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ হবে। সঙ্গে প্রীতি ম্যাচও হবে।
|
এসইউসি-র সভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কালোবাজারি বন্ধ করা, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা-সহ বেশ কিছু দাবিতে শুক্রবার নারায়ণগড় ব্লকের চাতুরীভাড়াতে সভা করল এসইউসি। ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য পঞ্চানন প্রধান, দলের জেলা সম্পাদক অমল মাইতি। |
|