|
|
|
|
বাংলায় বামেদের বেগ দিতে কেরলে তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
২৭ ডিসেম্বর |
গঙ্গা-যমুনার গণ্ডি ছাড়িয়ে এ বার দক্ষিণেও ঘাসফুল ফোটানোর চেষ্টায় নামল তৃণমূল।
উত্তর-পূর্বের রাজ্যে তো ছিলই, পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের পর থেকে দলীয় পরিধি বাড়াতে উত্তর ভারতের হরিয়ানা ও উত্তরপ্রদেশে নজর দিয়েছিল তৃণমূল। উত্তর ভারতে এ নিয়ে দুই রাজ্যে নিজেদের কর্মকাণ্ড সীমিত রাখলেও আগামী লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারতেও লড়াইয়ে নামতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এ ক্ষেত্রে তাদের প্রথম নিশানা কেরল। কারণ, দলের লক্ষ্যই হল, যেখানে সিপিএমের রাজনৈতিক শক্তি রয়েছে সেখানেই বামেদের বিরুদ্ধে টক্করে নামা। তাই ত্রিপুরায় তৎপরতা বাড়িয়েছে, সেই একই উদ্দেশ্যে গত কাল মথুরায় সভা সেরে আজ সকালে কোচি রওনা দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। কেরল শাখাকে চাঙ্গা করতে কনভেনশন করার কর্মসূচি নিয়েছেন।
তিন রাজ্যে সিপিএম-তৃণমূলের লড়াই হলে বেকায়দায় থাকবে বাম শিবির। সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গে খোয়ানো সাম্রাজ্য পুনরুদ্ধারে মন দেওয়ার বদলে বাকি দুই রাজ্যে নিজেদের দুর্গ বাঁচাতেই বেশি সময় ব্যয় করতে হবে বাম নেতৃত্বকে। তবে কেরলের মতো রাজ্যে যে রাতারাতি নির্বাচনে জেতার মতো অবস্থায় পৌঁছনো শক্ত, সেটা স্বীকার করেছেন মুকুলবাবু। কোচি রওনা দেওয়ার আগে তিনি বলেন, “কেরলে দলকে মজবুত করতে হবে। ওই রাজ্যের বহু বাম বিরোধী মানুষ তৃণমূলের সঙ্গে আসতে চাইছেন। তবে শুধু বাম নয়, কংগ্রেসের বিরুদ্ধেও মানুষের ক্ষোভ রয়েছে। সকলকে একজোট করে কেরলে লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে।”
কেরলে প্রথম বার শক্তি পরীক্ষায় নামার সিদ্ধান্ত নিলেও, দল এ বার উত্তরপ্রদেশে ভাল ফল করতে মরিয়া। বর্তমানে এই রাজ্যে তৃণমূলের একমাত্র বিধায়ক হলেন শ্যামসুন্দর শর্মা। মথুরার লাগোয়া মঠ বিধানসভা আসনে জিতে আসার অভিজ্ঞতা থাকায় তাঁকেই এলাকার লোকসভা আসনে প্রার্থী করার ইঙ্গিত দিয়েছে দল। ও শ্যামসুন্দরকে সামনে রেখে এখন থেকেই ভোট প্রস্তুতিতে নেমে পড়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল। এ রাজ্যে কয়েকটি আসনে প্রার্থী দেওয়ার জন্যও তৈরি হচ্ছে তৃণমূল। মুকুলবাবুর কথায়, “এখানে যে রাজনৈতিক শূন্যস্থান রয়েছে, তা পূরণ করতে চাইছি। লোকসভা ভোটের আগে মমতাকে দিয়ে জনসভা করার কথা ভাবা হচ্ছে।” কোন আসনে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে উত্তরপ্রদেশ শাখাকে। হরিয়ানার দায়িত্বে থাকা সাংসদ কে ডি সিংহকে ওই রাজ্যের প্রার্থী তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন।
মুকুলবাবুরা ভাবছেন, আগামী লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে তাঁদের সাংসদসংখ্যা বাড়বে। এর সঙ্গে অন্যান্য রাজ্য থেকে সাংসদ পাওয়া গেলে সরকার গড়া নিয়ে দর কষাকষিতে এগিয়ে থাকবে। ত্রিপুরায় একটি আসনের দখল পেতে প্রস্তুতি শুরু করেছে। মণিপুরেও লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হয়েছে। লক্ষ্য, অসমেও ভাল ফল করার। আগে থেকেই নজর ছিল উত্তরপ্রদেশ ও হরিয়ানার দিকে। সেই তালিকায় নবতম সংযোজন বামেদের দক্ষিণ-দুর্গ কেরলও। |
|
|
|
|
|