জঙ্গি হামলায় হত ৪ রেংমা, বদলায় মৃত ২
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
কার্বি জঙ্গিদের গুলিতে মারা গেল তিন মহিলা -সহ চার রেংমা উপজাতির মানুষ। এরপরেই পাল্টা হামলা চালায় রেংমা হিল প্রোটেকশন ফোর্সের জঙ্গিরা। তাদের আক্রমণে দুই কার্বি জঙ্গির মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, আজ ভোরে অসমের কার্বি আংলং জেলার নাগা রেংমা গ্রামে হানা দেয় সশস্ত্র জঙ্গির দলটি। গ্রামে ঢোকার পরেই তারা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গ্রামবাসীরা জানিয়েছেন, জঙ্গিদের দলটি দু’ভাগে ভাগ হয়ে যায়। একদল গুলি চালাচ্ছিল, অন্য দল বাড়িগুলিতে আগুন লাগাতে থাকে। গুলিতে মারা যান রিংঘোলা রেংমা (৬২ ) , মগু রেংমা (৪০ ) , গুয়াথাং রেংমা (৪৫ ) এবং গাশেনলে রেংমা। নিহত মগু গ্রামপ্রধানের স্ত্রী। রিংঘোলা অন্ধ ছিলেন। গ্রামে তাণ্ডব চালিয়ে জঙ্গিরা পালায়। পুলিশের বিরাট বাহিনী ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালালেও কোনও জঙ্গিকে ধরা যায়নি। পুলিশের সন্দেহ, কেপিএলটির সঙ্গে নবগঠিত রেংমা জঙ্গি সংগঠনের বিবাদের জেরেই এই ঘটনা ঘটল। কার্বি আংলং জেলায় নাগা রেংমা উপজাতির সংখ্যা প্রায় ১৩ হাজার। ১৮টি নাগা গ্রাম রয়েছে এই জেলায়। তবে পুলিশ হানাদার কার্বি জঙ্গিদের ধরতে না পারলেও রেংমা জঙ্গিদের একটি সংগঠন জঙ্গলে কার্বি জঙ্গিদের ডেরায় হানা দেয়। সেখানে দুই কার্বি জঙ্গিকে তারা গুলি করে হত্যা করে।
|
হরিয়ানায় উদ্ধার দুই
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বিয়ের প্রতিশ্রুতি ও কাজের ভরসা দিয়ে বিক্রি করে দেওয়া এক মহিলা ও এক কিশোরীকে হরিয়ানা থেকে উদ্ধার করল অসম পুলিশ। মরিগাঁও জেলার এক মহিলার সঙ্গে বঙ্গাইগাঁওয়ের ব্যক্তি মোবাইলে বন্ধুত্ব পাতান। দুই সন্তানের মা, ৩২ বছর বয়সী ওই মহিলাকে হরিয়ানায় ৬৭ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়। কোনও ভাবে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে হরিয়ানা পুলিশের সাহায্যে অসম পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে। অন্য দিকে, মরিগাঁও জেলারই এক কিশোরীকে হরিয়ানায় নিয়ে গিয়ে একটি পরিবারে পরিচারিকার কাজে নিয়োগ করা হয়। তার উপরে অত্যাচারও চলছিল। তাকেও উদ্ধার করা হয়েছিল।
|
মায়ের অবসাদে গৃহবন্দি মেয়ে
সংবাদ সংস্থা • দেওস |
চার বছর ধরে মেয়েকে ঘরে বন্দি করে রেখেছিলেন মা। মধ্যপ্রদেশের দেওস শহরের ঘটনা। দীপ্তি নামে ২৭ বছরের ওই তরুণীকে গত বুধবার উদ্ধার করে পুলিশ। প্রতিবেশীরাই পুলিশে খবর দিয়েছিলেন। দীপ্তির মা মৃদুলা অবসাদের শিকার। স্বামীর মৃত্যুর পরে ছেলেও তাঁদের ছেড়ে চলে যান। তাই অবসাদ থেকে বাইরের জগতের সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধ করে দেন মৃদুলা। বেরোতে দেননি মেয়েকেও। দীপ্তি ভাল ছাত্রী। কিন্তু দ্বাদশ শ্রেণির পরে আর পড়াশোনা করতে পারেননি। চিকিৎসকেরা জানিয়েছেন, ঠিকমতো খাবার আর শুদ্ধ বাতাস, সূর্যালোকের অভাবে দীপ্তি খুবই দুর্বল হয়ে পড়েছেন। তাঁর চিকিৎসা শুরু হয়েছে। মৃদুলাকে পাঠানো হবে মানসিক হাসপাতালে।
|
মহিলা প্রধান
সংবাদ সংস্থা • হায়দরাবাদ |
এই প্রথম হায়দরাবাদের জাতীয় পুলিশ অ্যাকাডেমির (এনপিএ ) প্রধান হচ্ছেন কোনও মহিলা। এই প্রতিষ্ঠানের দায়িত্ব নেবেন ১৯৭৯ -এর আইপিএস অফিসার অরুণা বহুগুণা। অন্ধ্রপ্রদেশ ক্যাডারের এই অফিসার দিল্লিতে সিআরপিএফের স্পেশ্যাল ডিরেক্টর জেনারেল (এসডিজি ) হিসেবে কর্মরত। কিছু দিনের মধ্যেই এনপিএ -র দায়িত্ব নেবেন তিনি।
|
ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে ধুবুরি থানার ছাগলচরা গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মফিজুল হক (২৫ )। তাঁর বাড়ি ওই গ্রামেই।
|
ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন |
মুম্বইয়ের অভিজাত এলাকা বান্দ্রার বাড়িতে স্পেনীয় মহিলাকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হল অভিযুক্তের। মহম্মদ বাদশা আনসারি নামে ওই ব্যক্তি ২৬ বছরের তরুণীকে ছুরি দেখিয়ে সোনাদানা বের করে দিতে বলে। তার পরে দু’বার ধর্ষণ করে। মহিলার অভিযোগ ছিল, গত বছর ৫ নভেম্বরের ভোর সাড়ে চারটেয় বাদশা তাঁর বাড়িতে হানা দেয়। মহিলার দাবি, বাদশা বিদেশি নোট এবং দামি ক্যামেরাও চুরি করে নিয়ে যায়। আগেও বলিউড অভিনেতা দিনো মোরিয়ার বাড়ি থেকে অন্তত ১২ লক্ষ টাকার জিনিস চুরি করে পুলিশের জালে ধরা পড়েছিল সে। |