|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
প্রেম যেখানে প্রাকৃতিক নিসর্গ |
মৃণাল ঘোষ |
সম্প্রতি কেমোল্ড গ্যালারিতে দীপঙ্কর গঙ্গোপাধ্যায়ের ছবির একক ‘দ্য ইন্ডিয়ান সাগা’ অনুষ্ঠিত হল। অ্যাক্রিলিকে আঁকা ১১টি ছবি ছিল। স্মারকপত্রের ভূমিকায় শিল্পী লিখেছেন: ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যে রয়েছে সারা জীবনব্যাপী আনন্দের প্রকাশ। |
|
এই ভুল ভাবনাকে ভিত্তি করে তিনি যে ছবি এঁকেছেন, তাতে নর-নারীর প্রেমলীলা ব্যক্ত করেছেন নদী, নৌকা ও গ্রামীণ নিসর্গের পরিমণ্ডলে। সব ছবিতেই যে আঙ্গিক তিনি বেশ দক্ষতা ও আত্মপ্রত্যয়ের সঙ্গে রূপায়িত করেছেন তাতে এক ধরনের ‘ম্যানারিজম’ প্রশ্রয় পেয়েছে, যা অনেক সময়ই তাঁর রূপায়ণকে ক্লিষ্ট করেছে।
|
প্রদর্শনী
চলছে
সিমা: ‘২০ ট্রানজিশন’ ২৫ জানুয়ারি পর্যন্ত।
তাজ বেঙ্গল: শশাঙ্ক ঘোষ কাল শেষ।
চিত্রকূট: জয়শ্রী বিশ্বাস, অশোক রায় প্রমুখ কাল শেষ।
আইসিসিআর: আত্রেয়ী পাল, বিমল মাইতি প্রমুখ ১ জানুয়ারি পর্যন্ত।
|
|