মোহর কুঞ্জে ম্যান্ডেলা স্মরণে ‘না’ পুরসভার
নিজস্ব সংবাদদাতা |
বামফ্রন্টকে মোহর কুঞ্জে নেলসন ম্যান্ডেলার স্মরণসভা করার শেষ পর্যন্ত অনুমতি দিল না কলকাতা পুর প্রশাসন। প্রথমে ৩১ ডিসেম্বর ওই সভা হওয়ার কথা ছিল। কোনও হল না-পাওয়ায় তা পরিবর্তন করে ৬ জানুয়ারি করা হয়েছিল। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৩১ ডিসেম্বরের সভার জন্য গত ১৭ ডিসেম্বর মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন। তার কোনও জবাব বৃহস্পতিবার পর্যন্ত না পাওয়ায় ৬ জানুয়ারি সভা করার জন্য আবেদনপত্র নিয়ে শুক্রবার মেয়রের সঙ্গে দেখা করেন সিপিএম নেতা রবীন দেব, পুরসভার বিরোধী দলনেত্রী রূপা বাগচী প্রমুখ। মেয়র তাঁদের জানান, মোহর কুঞ্জে ম্যান্ডেলার স্মরণসভার অনুমতি দেওয়া যাবে না। পরে মেয়র বলেন, “ওই পার্কটি রাজনৈতিক দলের সভা-সমাবেশের জন্য নয়। পার্কটি তৈরির পর থেকে ওখানে কোনও রাজনৈতিক অনুষ্ঠান করতে দেওয়া হয়নি।” তিনি জানান, ওই পার্কের পরিবর্তে অন্য কোনও জায়গায় ম্যান্ডেলার স্মরণসভা করার জন্য বাম নেতৃত্বকে অনুরোধ করা হয়েছে। এই পরিস্থিতিতে ৬ জানুয়ারিই মৌলালির কাছে রামলীলা উদ্যানে সভা করার কথা ভাবছে বামেরা।
|
মূক ও বধির এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার হল। বৃহস্পতিবার রাতে, কলকাতা স্টেশন চত্বর থেকে। ধৃত রাজকিশোর যাদব (২২) পেশায় গাড়িচালক। পুলিশ জানায়, রেলের এক কুলি মহম্মদ জামিল দেখেন বছর তিরিশের মেয়েটিকে স্টেশনের বাইরে একটি ঝোপের দিকে নিয়ে যাচ্ছে রাজকিশোর। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন তিনিই। তার পরে আশপাশের লোককে ডেকে হাতেনাতে ধরেন রাজকিশোরকে। জামিলেরই দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় রাজকিশোরকে। ওই তরুণীকে ভর্তি করা হয় আরজিকরে। শুক্রবার শিয়ালদহ আদালতে ধৃতের ৫ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজত হয়। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মেয়েটি মানসিক ভাবে অসুস্থ। তাঁর শারীরিক নমুনা মেডিক্যাল পরীক্ষায় পাঠানো হয়েছে। ফের তাঁর মানসিক সুস্থতাও যাচাই করা হবে। আপাতত তরুণীর চিকিৎসার ভার নিয়েছে সরকার।
|
শ্লীলতাহানি, যৌন হেনস্থা, হুমকি-সহ একাধিক অভিযোগে ধৃত ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সের সহকারী রেজিস্ট্রার সিদ্ধার্থ গুহকে ১৪ দিন জেল হেফাজত দিল বিধাননগর আদালত। চলতি বছরের জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ের এক মহিলা কর্মী সিদ্ধার্থবাবুর বিরুদ্ধে ওই অভিযোগ করেন। এ দিন আদালতে সিদ্ধার্থবাবু নির্দোষ দাবি করে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী সৌম্যজিৎ রাহা। এর বিরোধিতা করেন সরকার পক্ষের আইনজীবী সঞ্চিতা চক্রবর্তী। দু’পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক অপূর্বকুমার ঘোষ এই নির্দেশ দেন।
|
বয়স্ক নাগরিকরা অনেক সময়েই একাকীত্বে ভোগেন। অসুস্থ হলে অনেকেরই দেখাশোনা করার কেউ থাকেন না। অনেকের কাছে আবার চিকিৎসা করার মতো অর্থও থাকে না। এঁদের সাহায্যের জন্য এগিয়ে এল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থাটি অসুস্থ বয়স্ক মানুষদের চিকিৎসা করাবে। দারিদ্রসীমার নীচে বসাবসকারীরা এ সুবিধা পাবেন বিনা খরচায়, জানালেন টার্নস্টোন গ্লোবাল নামের এই সংস্থার সম্পাদক কাঞ্চন গাবা।
|