টেলিউইংসে অংশীদারি বাড়াল টেলিনর
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
টেলিউইংস কমিউনিকেশন্স-এ নিজেদের অংশীদারি বাড়িয়ে ৭৪% করল নরওয়ের টেলিকম সংস্থা টেলিনর। এ জন্য তারা লগ্নি করেছে প্রায় ১,০০০ কোটি টাকা। ভারতে ইউনিটেকের সঙ্গে যৌথ উদ্যোগ ভেঙে যাওয়ার পর লক্ষদীপ ইনভেস্টমেন্টস অ্যান্ড ফিনান্সের সঙ্গে জোট বেঁধে টেলিউইংস তৈরি করেছে টেলিনর। তারাই এখন ইউনিনর ব্র্যান্ড নামে মোবাইল পরিষেবা দেয়। প্রাথমিক ভাবে ওই যৌথ উদ্যোগে টেলিনরের মালিকানা ছিল ৫১%। এ দিন টেলিনরের মুখপাত্র এ দেশে তাদের এই বাড়তি লগ্নির বিষয়টি নিশ্চিত করেন। প্রসঙ্গত, গত নভেম্বরের নিলামে এই টেলিউইংসের মাধ্যমেই দেশের ছ’টি সার্কেলে পরিষেবা দেওয়ার জন্য স্পেকট্রাম জিতেছে টেলিনর।
|
কর মামলায় স্বস্তি ভোডাফোনের
সংবাদ সংস্থা • মুম্বই |
ভোডাফোন ইন্ডিয়াকে ৩,৭০০ কোটি টাকার কর দিতে আয়কর দফতর যে নোটিস পাঠিয়েছিল, শুক্রবার তার উপর স্থগিতাদেশ জারি করল আয়কর আপিল আদালত (আইটিএটি)। তার বদলে সংস্থাটিকে প্রাথমিক ভাবে ২০০ কোটি টাকা জমা দিতে নির্দেশ দিয়েছে তারা। সেই সঙ্গে বাকি অঙ্কের জন্য প্রয়োজনীয় ব্যাঙ্ক গ্যারান্টিও দিতে বলেছে। তবে এ দিনও ভোডাফোন জানিয়েছে, তারা কর দিতে বাধ্য নয়। ভোডাফোন টেলিসার্ভিসেস মরিশাস -কে ভারতে সংস্থার বিপিও ব্যবসা ভোডাফোন ইন্ডিয়া সার্ভিসেসের শেয়ার বিক্রির সময় দাম কমিয়ে দেখানো হয় বলে অভিযোগ কর দফতরের। সেই কারণে ভোডাফোন ইন্ডিয়াকে ৩,৭০০ কোটি জমা দিতে বলা হয়।
|
বাজেট বিলে সই করলেন ওবামা
সংবাদ সংস্থা • ওয়াশিংটন |
সময়ে বাজেট পাশ না-হওয়ায় গত অক্টোবরে তালা পড়ে গিয়েছিল মার্কিন প্রশাসনে। থমকে গিয়েছিল যাবতীয় সরকারি কাজকর্ম। ফের তেমনটা না-হয়ে যাতে আগামী দু’বছর অন্তত সুষ্ঠু ভাবে সরকার চালানো যায়, সে জন্য নতুন বাজেট বিলে সই করলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। হাওয়াইয়ে ছুটি কাটানোর মধ্যেই ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার মাঝরাতে সই করেন তিনি। বিলে ২০১৪ ও ২০১৫ অর্থবর্ষে ১ লক্ষ কোটি ডলারেরও বেশি ব্যয়ের ক্ষমতা দেওয়া হয়েছে মার্কিন সরকারকে।
|
সংস্থা অধিগ্রহণ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এখন থেকে পিয়ারলেস জেনারেল ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের (পিজিএফআই) শাখা সংস্থা হিসেবে পরিচিত হবে পিয়ারলেস ফিনান্সিয়াল সার্ভিসেস (পিএফএস)। পিএফএস এ কথা জানিয়ে বলেছে, পিজিএফআই তাদের সিংহভাগ শেয়ার হাতে নেওয়ার কারণেই এই সিদ্ধান্ত। এখন থেকে ৩ এসপ্লানেড ইস্টের পিয়ারলেস ভবনেই শাখাটির সমস্ত কাজকর্ম চলবে। সংস্থার এমডি-সিইও হচ্ছেন সুদামা রাম। নন ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানি হিসেবে বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে ঋণ দেওয়ার কাজ করবে পিয়ারলেস ফিনান্সিয়াল সার্ভিসেস।
|
বন্দর প্রকল্পে সায়
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
কলকাতা বন্দরের ডায়মন্ড হারবার কন্টেনার টার্মিনাল-সহ দেশের ৫ বন্দর প্রকল্পে সায় দিল কেন্দ্রের উচ্চপদস্থ কমিটি। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে এই সব প্রকল্পে সম্ভাব্য লগ্নি ১৭,৬৩০ কোটি টাকা। এখন প্রকল্পগুলি কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটির অনুমোদন সাপেক্ষ।
|
৩০ ডিসেম্বর আসছে ন্যাশনাল হাউসিং ব্যাঙ্কের করমুক্ত বন্ড। খোলা ৩১ জানুয়ারি পর্যন্ত। ইস্যুর প্রাথমিক মাপ ১,০০০ কোটি টাকা। তবে ২,১০০ কোটি পর্যন্ত বাড়ানো যাবে। |