ফের চুরি মন্দিরে। এ বার পূর্বস্থলী ২ ব্লকের জামালপুর গ্রামের বুড়োরাজ মন্দির।
বৃহস্পতিবার রাতে ওই মন্দিরের তালা ভেঙে শিবলিঙ্গের গায়ে জড়ানো রুপোর সাপ চুরি গিয়েছে বলে অভিযোগ। সেবাইতদের দাবি, সাপটির ওজন প্রায় ১ কেজি ২৫০ গ্রাম। শুক্রবার সকালে খবর চাউর হতেই বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। চুরি যাওয়া জিনিস উদ্ধার ও দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে ঘণ্টা দুয়েক পথ অবরোধও করেন স্থানীয় বাসিন্দা ও ভক্তেরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুড়োরাজের ইতিহাস প্রায় চারশো বছরেরও বেশি পুরনো। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমায় জাঁকজমক করে পুজো হয়। পুজোয় বর্ধমান তো বটেই আশপাশের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম থেকেও প্রচুর ভক্ত যোগ দেন। ভক্তদের অস্ত্র নিয়ে পুজোয় যোগ দেওয়ারও রেওয়াজ রয়েছে।
সেবাইত অরুণ বন্দ্যোপাধ্যায় জানান, শুক্রবার সকালে তিনি দেখেন মন্দিরের কোলাপসিবল গেটের তালা ভাঙা। এই দরজা থেকে মন্দিরের গর্ভগৃহে পৌঁছতে একটি কাঠের দরজাও পেরোতে হয়। সেটিরও তালা ভাঙা। ঘরের মধ্যে চারিদিকে জিনিসপত্র ছিটিয়ে পড়ে। |
প্রণামীর বাক্সটাও ভাঙা অবস্থায় মেঝেতে পড়ে। এরপর শিবলিঙ্গের গায়ের শাল সরাতেই তিনি দেখেন রুপোর সাপটি নেই। তিনি বাইরে বেরিয়ে ঘটনাটি জানাতেই প্রচুর ভক্ত ছুটে আসেন। বেলা ১০টা নাগাদ মন্দির লাগোয়া জামালপুর বাজারে পথ অবরোধ শুরু করেন ক্ষুব্ধ ভক্তেরা। তাঁদের দাবি, দ্রুত চুরির কিনারা করে দোষিদের শাস্তি দিতে হবে এবং চুরি যাওয়া রুপোর সাপটি উদ্ধার করতে হবে। এছাড়াও মন্দির চত্বরে পুলিশ প্রহরা, সিসিটিভি বসানোর দাবিও তোলেন অনেকে। বেলা ১২টা নাগাদ পূর্বস্থলীর আইসি রঞ্জন সিনহা ঘটনাস্থলে গিয়ে চুরির কিনারা করার আশ্বাস দিলে অবরোধ ওঠে। অবরোধ চলাকালীন পুলিশের তরফে ঘোষণা করা হয় বিকেল তিনটে নাগাদ বিষয়টি নিয়ে একটি আলোচনা করা হবে। আলোচনায় যোগ দিতে সেবাইতদের তরফে আশপাশের গ্রামগুলিতে মাইকে প্রচার করা হয়। বৈঠকে খোওয়া যাওয়া জিনিস উদ্ধার ও দোষিদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীদের সাহায্য চায় পুলিশ। ঘটনাস্থলে গিয়েছিলেন জেলা পরিষদের সদস্য বিপুল দাস। তিনি বলেন, “বুড়োরাজের মন্দিরের সঙ্গে চার জেলার লক্ষাধিক মানুষের আবেগ জড়িত। পুলিশের উচিত দ্রুত বিষয়টির কিনারা করা।” তিনি জানান, বছর দেড়েক আগে থানা লাগোয়া একটি কালী মন্দিরে রূপোর মুকুট-সহ নানা জিনিস চুরি যায়। সেবারও ঘটনার কিনারা করতে ব্যর্থ হয় পুলিশ।
বুড়োরাজ মন্দিরের সেবাইত পরিবারের এক সদস্য প্রবীর বন্দ্যোপাধ্যায় জানান, বর্ধমান সদরের লক্ষ্মীপুর এলাকার রাজা ঘোষ নামে এক ভক্ত শ্রাবণ মাসে ওই রুপোর সাপটি দেন। তাঁর ইচ্ছা অনুযায়ী ওটি মন্দিরেই রাখা হয়েছিল। মন্দিরের সামনেই ডালার দোকান বৃদ্ধ হরিপদ ভট্টাচার্যের। তিনি বলেন, “বহু বছর ধরে এখানে ব্যবসা করছি। ভাবতেও পারিনি এমনটা ঘটবে।”
|
দেবস্থানে দুষ্কর্ম |
তারিখ |
ঘটনা |
২২ জুন |
কেতুগ্রামের নিরোলে কামাখ্যা মন্দিরে চুরি। |
৪ জুলাই |
কেতুগ্রামের অট্টহাসে চুরি অষ্টধাতুর মূর্তি। |
১ ডিসেম্বর |
অট্টহাসে সন্ন্যাসীকে মারধর, লুঠ। |
৭ ডিসেম্বর |
জামালপুরের জৌগ্রামে ৮ মন্দিরে চুরি। |
১০ ডিসেম্বর |
গলসির আশ্রমে গুলি করে খুন সন্ন্যাসীকে। |
২২ ডিসেম্বর |
মন্তেশ্বরের পুঁড়শুড়ি গ্রামে ৩ মন্দিরে চুরি। |
২৬ ডিসেম্বর |
পূর্বস্থলীর বুড়োরাজের মন্দিরে চুরি। |
|