বড়দিনের উপহার
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
বড়দিন উপলক্ষে ৩০০ জন দুঃস্থ ছাত্রছাত্রীদের খাতা, পেন্সিল ও কেক দিল এক স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার রাতে ইসলামপুরের আমবাগান এলাকাতে একটি স্কুলের ছাত্রদের ওই খাতা, পেন্সিল কেক উপহার দেওয়া হয়। সংগঠনের যুগ্ম সম্পাদক মোহিত অগ্রবাল এ কথা জানিয়েছেন।
|
মৃত স্বাধীনতাসংগ্রামী
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের প্রবীণ স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল কুমার দেব বৃহস্পতিবার বিকেলে মারা যান। বয়স ১০২। কাঁঠালপাড়ার বাসিন্দা প্রফুল্লবাবু ১৯৪২-এর ভারত ছাড়ো আন্দোলনে যুক্ত ছিলেন।
|
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থার্মোকলের থালা, বাটি ও গ্লাস। দীর্ঘ দিন ধরে শৌচাগার ও জলের পরিকাঠামোও বেহাল। বন দফতরের উদাসীনতার কারণে কুলিকে পিকনিক স্পটের পরিকাঠামো বেহাল। উত্তর দিনাজপুরের বিভাগীয় বনাধিকারিক দ্বিপর্ণ দত্ত বলেছেন, “দেখভালের অভাবেই যে পিকনিক স্পট বেহাল, এ কথা সত্যি। পিকনিক মরসুমে যাতে পর্যটকদের সমস্যা না হয় সে জন্য এক সপ্তাহের মধ্যে পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ করার সিদ্ধান্ত হয়েছে।” বন দফতরের উদ্যোগে প্রায় তিন বছর আগে কুলিক পক্ষিনিবাসের ২৫ বিঘা অসংরক্ষিত জমিতে পিকনিক স্পটটি গড়ে ওঠে। পিকনিক স্পটের বড় বড় গাছের নীচে পর্যটকদের জন্য জল ও শৌচাগারের ব্যবস্থা করা হয়। তৈরি হয় একাধিক বিশ্রামাগারও। ফি বছর ডিসেম্বর-জানুয়ারি মাস জুড়ে কয়েক হাজার বাসিন্দা পিকনিক করার জন্য ভিড় জমান। পিকনিক স্পটে নজরদারির জন্য তিন বনকর্মী আছেন। তাঁদের এক জন আকালু বর্মন বলেন, “আমরা শুধু পিকনিকের মরসুমেই স্পটের দায়িত্বে থাকি। অন্য সময়ে নজরদারির অভাবে পিকনিক স্পটের পরিকাঠামো বেহাল হয়ে পড়েছে।” স্থানীয়দের অভিযোগ, বন দফতরের গাফিলতির জেরে পিকনিক স্পটটি দীর্ঘ দিন সাফাই হয়নি। কলগুলি এবং পাম্প খারাপ। এলাকায় এসে জল কিনে পিকনিক করতে হচ্ছে। এর পাশাপাশি, বিকাল হতেই এক দল যুবক নিয়মিত পিকনিক স্পটে মদের আসর বসাচ্ছে বলে অভিযোগ। সম্প্রতি পিকনিক করতে আসা মালদহ ইংরেজবাজারের বাসিন্দা স্কুল শিক্ষক রঞ্জন সরকার বলেন, “আগে জানলে পরিবারের লোকজনকে নিয়ে ৮০ কিলোমিটার দূরে আসতাম না।”
|
ট্রলিতে চাদর জড়িয়ে বাইক থেকে ছিটকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু হয়েছে। মালদহের রতুয়ার বিকলপুর মোড়ে বৃহস্পতিবার দুপুরে ওই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম তারিকুল ইসলাম (১৩)। বাড়ি উত্তর দিনাজপুরের ডাঙ্গাপাড়ায়। মালোপাড়া এলাকায় এক বেসরকারি প্রতিষ্ঠানে ধর্মীয় বিষয়ে সে পড়াশুনা করত। সেখানেই সে থাকত। এ দিন বাড়ি থেকে ফিরে পরিচিত একজনের বাইকে চেপে মাদ্রাসার দিকে যাওয়ার সময়ে এই দুর্ঘটনাটি ঘটে।
|
মালদহের চাঁচল বাস স্ট্যান্ডে ঘোরাঘুরির সময় ছয় যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে। ধৃতদের মধ্যে চার জন কালিয়াচক ও দুজন পুরাতন মালদহ ও মালদহ শহরের বাসিন্দা। সন্ধ্যায় একটি ছোট গাড়িতে করে তাঁরা চাঁচলে এসেছিল। টহলদারি পুলিশের জেরায় সদুত্তর দিতে না পারায় তাদের ধরা হয়। কী উদ্দেশ্যে তারা ঘুরছিল তা পুলিশ খতিয়ে দেখছে। |