শিল্পমন্ত্রী হিসেবে বৃহস্পতিবারই ছিল তাঁর শেষ দিন। আর শেষ দিনেও মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রস্তাবিত পাঁচ প্রকল্পের প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের চূড়ান্ত ছাড়পত্র আদায় করে নিলেন পার্থ চট্টোপাধ্যায়। একই সঙ্গে প্রকল্পগুলির জন্য ১,৪০০ একর জমির সংস্থানও করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ওই সমস্ত প্রকল্প রূপায়ণে সরকারের দিক থেকে আর বাধা রইল না।
এ দিন রাজ্য মন্ত্রিসভার রদবদল শেষে নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শিল্প ও পরিকাঠামো বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক বসে। যে কোনও প্রস্তাবিত বড়-মাঝারি শিল্প প্রকল্প প্রসঙ্গে সেখানে আলোচনার পরেই অনুমোদন মেলে। এ দিন বৈঠক শেষে পার্থবাবু বলেন, “মুখ্যমন্ত্রী পুরুলিয়ার রঘুনাথপুরে ইউনিভার্সালের তাপবিদ্যুৎ প্রকল্প, গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশনের মিথেন গ্যাস প্রকল্প ছাড়াও শোভা ইস্পাত, প্যাটন এবং ফিনিক্স কনভেয়ারের প্রস্তাবিত প্রকল্পগুলিকে ছাড়পত্র দিয়েছেন।”
প্রসূন মুখোপাধ্যায়ের সংস্থা ইউনিভার্সাল ইস্ট কোস্টাল পাওয়ার গত বছরই রাজ্য শিল্পোন্নয়ন নিগমের কাছে মাঝারি মাপের তাপবিদ্যুৎ প্রকল্প গড়ার প্রস্তাব দেয়। তখন নিগম জানায়, রঘুনাথপুর শিল্পতালুকে জমির ব্যবস্থা হবে। সেই প্রকল্প এ দিন ছাড়পত্র পেয়েছে। ফলে রঘুনাথপুরে ৩৫০ একর জমিতে প্রসূনবাবুর সংস্থার এখন ২,৭০০ কোটি টাকা লগ্নি করে ২৪৫ মেগাওয়াটের দু’টি ইউনিট গড়বে।
তা ছাড়া, তিন জেলায় ‘কোল বেড মিথেন’ গ্যাস প্রকল্পে আরও বড় আকারে মাঠে নামতে চলেছে ওয়াই কে মোদির গ্রেট ইস্টার্ন কর্পোরেশন। বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় তারা মাটির তলায় মিথেন গ্যাসের সন্ধানে ১০০টিরও বেশি কুয়ো খুঁড়বে। গড়ে তুলবে অন্যান্য পরিকাঠামো। পার্থবাবু বলেন, “সংস্থাটি সরকারের কাছে ভূমি ব্যবহার আইন সংক্রান্ত ১৪ওয়াই-এ অনুমোদন চেয়েছিল। তা দেওয়া হয়েছে।”
তাঁর দাবি, এই প্রকল্পে অন্তত ৫ হাজার কোটি টাকা লগ্নি ও কয়েক হাজার কর্মসংস্থান হবে। পাশাপাশি, শোভা ইস্পাত প্রায় ২,০০০ কোটি টাকা বিনিয়োগে বাঁকুড়ায় ইস্পাত কারখানা এবং ৩০০ কোটি লগ্নিতে সঞ্জয় বুধিয়ার সংস্থা প্যাটন হাওড়ায় লজিস্টিক্স হাব গড়ে তুলবে বলেও জানিয়েছেন তিনি। |