মন্ত্রিসভার নতুন ইনিংস, বদল এনে বললেন মমতা
কাজ ফেলে রাখা তাঁর পছন্দ নয়, আড়াই বছরের মধ্যে তৃতীয় বার নিজের মন্ত্রিসভায় রদবদল ঘটিয়ে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ক’দিন আগেই মন্ত্রী-আমলাদের ডেকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন, তিনি কাজ চান। কাজে গতি চান। যাঁরা কাজ ফেলে রাখছেন, তাঁদের সতর্কও করে দেওয়া হয়েছিল একই সঙ্গে। সেই বার্তার এক সপ্তাহের মধ্যেই মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, তাঁর কথা ও কাজের মধ্যে বিশেষ অমিল নেই। নতুন বছরে প্রশাসনে গতি আনতে বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভায় শুধু দু’টি নতুন মুখই আনা হল না, বদল করে দেওয়া হল বিভিন্ন মন্ত্রীর দফতরও। রদবদলের পরে এ দিন মুখ্যমন্ত্রীর মন্তব্য, “নতুন বছর শুরু হওয়ার আগেই মন্ত্রিসভার নতুন ইনিংস শুরু হচ্ছে!”
রাজভবনে এ দিন তিন জন মন্ত্রী শপথ নেন। মাথাভাঙার বিধায়ক বিনয় বর্মন ছাড়াও শপথ নিয়েছেন শ্যামপুকুরের বিধায়ক শশী পাঁজা। কলকাতা পুরসভার মেয়র পারিষদ ছাড়াও তিনি এত দিন পরিষদীয় সচিব ছিলেন। শশীদেবীকে দেওয়া হল নারী ও শিশুকল্যাণ দফতর (মাঝে কিছু দিন দফতরটি দু’ভাগে ভেঙে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী)। বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ রাজ্য মন্ত্রিসভায় আগেও ছিলেন। তবে এ বার তাঁর দায়িত্ব বাড়ল। তিনি শপথ নিলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে। নূরে আলম চৌধুরীর প্রাণিসম্পদ বিকাশ দফতর দেওয়া হল স্বপনবাবুকে। সঙ্গে থাকল পুরনো দফতর ক্ষুদ্র ও কুটির শিল্পও। বিনয়বাবু পেলেন বন দফতর। আগের বনমন্ত্রী হিতেন বর্মণ ভগ্ন স্বাস্থ্যের কারণ দেখিয়ে বুধবারই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে।
তিন মন্ত্রী ছাড়াও এ দিন রাজভবনে গোর্খা আঞ্চলিক প্রশাসনের (জিটিএ) প্রধান হিসেবে শপথ নিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুঙ্গ। সে দিকে দৃষ্টি আকর্ষণ করে মুখ্যমন্ত্রী বলেছেন, “বিমল গুরুঙ্গও এ দিন শপথ নিলেন। পুরো পশ্চিমবঙ্গ পরিবার একসঙ্গে কাজ করবে।” ২০১৩-র শেষে উত্তরবঙ্গে অশান্তির মেঘও যে সরে গিয়েছে, এ কথা বুঝিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, “আমি তো বলব, পশ্চিমবঙ্গ উন্নয়নের পথে আর দার্জিলিং শান্তির পথে। অল টুগেদার! আমরা সবাই একসঙ্গে চলব। আরও বেশি কাজ, আরও বেশি উন্নয়নের পথে চলাই আমাদের লক্ষ্য।”
শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে এ দিন তিন মন্ত্রীর কথাই আলাদা করে উল্লেখ করে তাঁদের উৎসাহ জুগিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “শশীকে আমি আগেই বলেছিলাম। ও দারুণ কাজ করছিল! শশী নারী ও শিশুকল্যাণ দফতরের দায়িত্ব পাবে। স্বপনকে বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে। ক্ষুদ্র শিল্পের পাশাপাশি এ বার প্রাণিসম্পদ বিকাশের কাজও স্বপন দেখবে।” আর নয়া বনমন্ত্রী, কোচবিহারের মাথাভাঙার বিধায়কের প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য, “মাটির ছেলে বিনয় মন্ত্রী হল! বন দফতর সামলাতে হবে বিনয়কে।”
শপথ নেওয়ার পরই মহাকরণে এসেছিলেন শশী। তাঁর প্রতিক্রিয়া, “মুখ্যমন্ত্রী আস্থা রেখেছেন। আমাকে আরও ভাল করে কাজ করতে হবে।” নতুন দায়িত্ব পেয়ে অদূর ভবিষ্যতের কর্মসূচিও গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন চিকিৎসক শশী। তাঁর বক্তব্য, “সম্প্রতি মহিলা এবং শিশুদের জন্য নানা ধরনের আইন হয়েছে। রাজ্যে সেই সব আইনগুলির পালন যাতে যথাযথ ভাবে হয়, তা দেখব। মা-শিশুর পুষ্টি এবং জীবনযাত্রার মান উন্নয়নও আমার একটা প্রধান কাজ হবে।”
নতুন দায়িত্ব পেয়ে স্বভাবতই খুশি স্বপনবাবু। তিনি বলেন, “প্রাণিসম্পদ বিকাশ দফতরে কাজের যথেষ্ট সুযোগ আছে। সব চেয়ে বড় কথা, এই দফতরের মাধ্যমে গ্রামের প্রান্তিক চাষি, ক্ষেতমজুর, আদিবাসীদের অর্থনৈতিক ভাবে স্বনির্ভর করার লক্ষ্যে আমি এগোতে পারব।” শপথ নেওয়ার পরেই তিনিও প্রাণিসম্পদ বিকাশ দফতরের সচিব রাজীব কুমারের সঙ্গে বৈঠক সেরে নিয়েছেন। পরে স্বপনবাবু বলেন, “দফতরটা ভাল করে বুঝে নিতে চাই।” নতুন প্রাণিসম্পদ মন্ত্রীর বক্তব্য, গ্রামের গরিব কৃষিজীবী মানুষের সারা বছর রোজগার থাকে না। সে ক্ষেত্রে পশুপালন তাঁদের স্থায়ী রোজগারের পথ হতে পারে। গ্রামের স্বয়ম্ভর গোষ্ঠীগুলিকেও সেই কাজে ব্যবহার করার সুযোগ রয়েছে। স্বপনবাবুর আরও বক্তব্য, এ রাজ্যে দুধের চাহিদার তুলনায় জোগান কম। সুতরাং, ‘একটি ঘর, একটি গাই, সবার ঘরে দুধ চাই’ এই স্লোগান নিয়ে এগোতে পারলে এ রাজ্যও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে। দুধ বিক্রিও হবে গ্রামের মানুষের একটি লাভজনক জীবিকা।
মুখ্যমন্ত্রীর কথায় আপ্লুত বিনয়বাবু বলেছেন, “আমি কৃষক পরিবারের সন্তান। চাষবাস করেই বড় হয়েছি। গত কাল বড়দিনে মুখ্যমন্ত্রী আমাকে জীবনের সব চেয়ে বড় উপহার দিয়েছেন! আমার মতো এক জনকে মন্ত্রী করে প্রমাণ করেছেন, এই সরকার সত্যিই মা-মাটি-মানুষের সরকার!” বনমন্ত্রী জানিয়েছেন, ‘দিদি’র আস্থার প্রতি সম্মান জানাতে আন্তরিক ভাবে দায়িত্ব পালন করবেন। সবুজ বাঁচানো, বন্যপ্রাণীদের সংরক্ষণ-প্রতিপালন এবং জঙ্গলের সঙ্গে যুক্ত মানুষদের স্বার্থরক্ষাই তাঁর ‘ব্রত’ হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.