হাসপাতালে আগুন, আতঙ্ক
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
রেকর্ড রুমে থেকে ধোঁয়া বের হওয়ায় বৃহস্পতিবার দুপুরে আতঙ্ক ছড়াল রঘুনাথপুর মহকুমা হাসপাতালে। উপস্থিত রোগীর আত্মীয় ও হাসপাতালের কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন আয়ত্তে আসে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন দমকল কর্মীরা। হাসপাতাল সুপার শান্তনু সাহু বলেন, “শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে। তবে বড় মাপের ক্ষতি হয়নি।”
|
মন্ত্রীকে সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
রাজ্যের নতুন বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিজের শহর বিষ্ণুপুরের বাসিন্দারা সংবর্ধনা দিলেন। বৃহস্পতিবার শপথগ্রহণের পরে রাতে তিনি শহরে ফেরেন। বিষ্ণুপুর মেলায় যদুভট্ট মঞ্চে তাঁকে সংবর্ধনা জানানো হয়। বিষ্ণুপুরের উপপুরপ্রধান বুদ্ধদেব মুখোপাধ্যায়-সহ কয়েকজন তৃণমূল কাউন্সিলর সেখানে ছিলেন। তাঁরাও দলের তরফে শ্যামবাবুকে সংবর্ধনা জানান। কোতুলপুরে বিধায়ক সৌমিত্র খাঁ-ও তাঁকে সংবর্ধনা জানান।
|
জ্বালানি কাঠ আটক
নিজস্ব সংবাদদাতা • হিড়বাঁধ |
জ্বালানি কাঠ পাচার করার অভিযোগে একটি পিকআপ ভ্যান আটক করল বনদফতর। বৃহস্পতিবার হিড়বাঁধের রাঙামাটির ঘটনা। ডিএফও (বাঁকুড়া দক্ষিণ) দেবাংশু মল্লিক বলেন, “ওই এলাকার জঙ্গল থেকে জ্বালানি কাঠ কেটে পাচার করা হচ্ছিল। খবর পেয়ে হিড়বাঁধের রেঞ্জ অফিসার শুকদেব মাহাতো সেটিকে আটক করেছেন।”
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল জীতেন পাল (২২) নামে এক যুবকের। গঙ্গাজলঘাটি থানার বনআশুড়িয়ায়। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ-বাঁকুড়া ৬০ নম্বর জাতীয় সড়কে, গঙ্গাজলঘাটির দেউলি মোড়ে। |