মহকুমাশাসকের নির্দেশ অমান্য করতে ডাকা প্রস্তাবিত সভার ১১ দিন আগেই বৃহস্পতিবার প্রশাসনিক ভবন থেকে ২০০ মিটারের মধ্যে মাইক বাজিয়ে অবস্থান বিক্ষোভ দেখিয়ে নির্দেশ অগ্রাহ্য করল বহরমপুর টাউন কংগ্রেস। গত ১১ ডিসেম্বর বহরমপুর মহকুমাশাসক অধীরকুমার বিশ্বাস নির্দেশ জারি করেন, প্রশাসনিক ভবন থেকে ২০০ মিটারের মধ্যে মাইক বাজিয়ে কোনও দল, বা সংস্থাকে সভা করতে দেওয়া হবে না। নির্দেশ প্রসঙ্গে মহকুমাশাসক বলেন, “মাইকের আওয়াজে কাজ করতে অসুবিধা হওয়ায় ওই নির্দেশ জারি
করা হয়েছে।’
এই নির্দেশের প্রতিবাদে আগামী ৬ জানুয়ারি গাঁধী মূর্তির পাদদেশে কংগ্রেস জনসভার কর্মসূচি নিয়েছে। তার আগে, এ দিনই বিকল্প সভাস্থল দেখে না দেওয়া পর্যন্ত গাঁধী মূর্তির পাদদেশে সভা করতে দেওয়ার দাবিতে বহরমপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে বহরমপুর মহকুমাশাসকের দফতর ঘেরাও কর্মসূচি নেওয়া হয়। বিধায়ক মনোজ চক্রবর্তী, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র অশোক দাস ও টাউন কংগ্রেস সভাপতি অতীশ সিংহের নেতৃত্বে মহকুমাশাসকের দফতর ঘেরাও অভিযানে মিছিল শুরু হয়। |
প্রশাসনিক ভবনের দক্ষিণ-পশ্চিম দক্ষিণ কোণের পাঁচিল থেকে ১০-১৫ মিটার দূরে পুলিশ মিছিল আটকে দেয়। সেখানে বসে পড়েন কংগ্রেসের সমর্থকরা। মাইকে বক্তৃতা দেন মনোজ চক্রবর্তী, অশোক দাস, অতীশ সিংহরা। মহকুমাশাসককে স্মারকলিপিও দেন।
মহকুমাশাসক বলেন, “কংগ্রেসের নেতাদের জানিয়েছি ২০০ মিটারের মধ্যে মাইক বাজানো চলবে না।” মনোজ চক্রবর্তী বলেন, “মহকুমাশাসককে জানিয়েছি, আগামী ৬ জানুয়ারি প্রশাসনিক ভবন লাগোয়া গাঁধী মূর্তির পাদদেশে জনসভা করব।” অন্য দিকে জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সুইমিং অ্যাসোসিয়েশনের মাঠে ৬ জানুয়ারি সভা ডাকা হয়েছে। সেই সভাস্থলও প্রশাসনিক ভবনের সীমানা থেকে ২০০ মিটারের আওতায় পড়ছে।
মাইক বাজিয়ে এ দিন কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ প্রসঙ্গে মহকুমাশাসক বলেন, ‘‘নির্দেশ অমান্য করা হলে পুলিশ ব্যবস্থা নেবে।” বহরমপুর থানার আইসি মেহায়মেনুল হক বলেন, “আমরা নিষেধ করায় এ দিনের মিছিল আর প্রশাসনিক ভবনের দিকে এগোয়নি।” |