পৃথক দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
তিনটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন যুবকের। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে বুধবার রাতে হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়কের উপর বড়ঞার বাহাদুরপুর মোড় সংলগ্ন এলাকায়। মৃত সুনীল দাস (৩৯) গ্রামশালিকা গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, রাতে সাইকেল চেপে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হন সুনীলবাবু। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা চলাকালীন সেখানেই মারা যান তিনি। বৃহস্পতিবার কান্দির অনোখা কালী বাড়ি মোড় সংলগ্ন এলাকার দুর্ঘটনায় মারা গিয়েছেন ভুলু দাস(৩৫) নামে এক ব্যক্তি। এ দিন সকালে বাড়ি থেকে সাইকেল চেপে রান্নার জন্য গুল আনতে যাওয়ার পথে জখম হন ভুলুবাবু। তিনি নন্দিবানেশ্বর গ্রামের বাসিন্দা। গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। এ দিন দুপুরে হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়কের উপর বড়ঞা থানার মুনায়কান্দরা মোড় সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে ঈশ্বর মণ্ডল(৩৭) নামে এক ব্যক্তির। তিনি গয়েশপুর গ্রামের বাসিন্দা। পেশায় গৃহ শিক্ষক ঈশ্বরবাবু এ দিন সাইকেল চালিয়ে পড়াতে যাচ্ছিলেন। পিছন থেকে একটি ট্রাক আচমকা ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
|
বাসস্ট্যান্ড নেই, ক্ষোভ তেহট্টে
নিজস্ব সংবাদদাতা • তেহট্ট |
মহকুমা সদর হলেও তেহট্টে কোনও বাসস্ট্যান্ড নেই। দূরের শহর বা গঞ্জ থেকে ছেড়ে আসা বাসগুলিতে উঠতে গিয়ে বিপাকে পড়তে হয় নিত্যযাত্রীদের। বিশেষত মুশকিলে পড়েন বয়স্ক যাত্রীরা। তাঁদের অভিযোগ, প্রায় দিনই তেহট্ট থেকে বাসে প্রায় ৫০ কিলোমিটার দূরে কৃষ্ণনগর যেতে হয় দাঁড়িয়ে। বছর সত্তরের তেহট্টের বাসিন্দা দর্পনারায়ণ ভট্টাচার্য বলেন, ‘‘তেহট্ট মহকুমা সদর হওয়ায় এখানকার গুরুত্ব বেড়েছে। লোকজনের আনাগোনাও বেড়েছে। অথচ এখান থেকে একটিও বাস ছাড়ে না জেলা সদর বা অন্য কোনও এলাকার উদ্দেশে। ফলে দাঁড়িয়ে যেতে হয় প্রায় ৪০ কিলোমিটার রাস্তা। এলাকার বাসিন্দা নিত্যযাত্রী নৃসিংহ হালদার বলেন, “তেহট্ট থেকে দু’একটি বাস থাকলেও আমাদের মত নিত্যযাত্রীরা একটা বসার যায়গা পেত। করিমপুর, গোপালপুর ঘাট, শিকারপুর, পাটিকাবাড়ি বা কানাইনগর থেকে যে বাসগুলি তেহট্ট হয়ে যায় সেগুলি ওই এলাকা থেকেই ভিড়ে ঠাসা অবস্থায় আসে। ফলে জায়গা পাওয়া তো দূরের কথা, দুরের কথা বাসে চাপাটাই বড় কঠিন হয়ে পড়ে। তেহট্ট ১ পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের সঞ্জয় দত্ত বলেন, ‘‘বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আমরা পরিবহণ দফতরে আবেদন জানিয়েছি। কয়েকটি বাস পাওয়া গেলে তেহট্টের বাসিন্দারা উপকৃত হবেন।”
|
ছবি তোলা বয়কট গ্রামবাসীর
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
আধার কার্ডে ছবি তোলার জন্য স্থান ঠিক করা হয়েছিল গ্রাম পঞ্চায়েত ভবনে। গ্রাম থেকে ওই জায়গা প্রায় ৪ কিলোমিটার দূরে। এই শীতে এত দূরে বাড়ির সকলকে নিয়ে যাওয়া সম্ভব নয়, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার ছবি তোলা বয়কট করলেন ডোমকলের বিলাসপুর গ্রামের বাসিন্দারা। গ্রামের বাসিন্দা শিক্ষক আলমগীর হোসেন বলেন, ‘‘শীতে কচিকাঁচাদের নিয়ে এত দূরে ছবি তুলতে যাওয়া সম্ভব নয়। আমাদের দাবি, গ্রামে এসে ছবি তুলতে হবে।’’ এলাকার রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের সামিমা বিশ্বাস বলেন, “গ্রামবাসীদের দাবি আমরা ব্লক প্রশাসনকে জানাব।” ডোমকলের বিডিও রবীন্দ্রনাথ মিশ্র বলেন, ‘‘গ্রামের মানুষ যদি মনে করেন প্রক্রিয়া বয়কট করে উপকৃত হবেন, তাহলে ভুল করছেন। সরকার নির্ধাতির কর্মসূচি এভাবে বদলানো সম্ভব নয়।”
|
শ্যালককে খুনের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
মজুরির টাকা নিয়ে বিবাদের জেরে শ্যালককে হাঁসুয়া দিয়ে খুনের অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে। বুধবার রাতে সুতির সাদিকপুরের এই ঘটনায় মৃত বাপ্পা দাস (২১) বাগশিরাপাড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত টিঙ্কু মাহারা পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাপ্পা ও টিঙ্কু দু’জনেই রাজমিস্ত্রির কাজ করেন মুম্বইতে। কয়েক দিন আগেই তাঁরা সেখান থেকে গ্রামে ফিরেছিলেন। বুধবার সন্ধ্যায় টিঙ্কু, বাপ্পাকে ফোন করে পাওনা টাকার হিসেব করার জন্য বাড়িতে ডাকে। অভিযোগ, সেই সময় তাদের মজুরি নিয়ে বচসা বাধলে বাপ্পাকে বাড়ির পাশেই হলুদ খেতে নিয়ে গিয়ে হাঁসুয়া দিয়ে কোপ মারে টিঙ্কু। ভাইকে খুনের অভিযোগ স্বামীর নামে থানায় অভিযোগ জানান টিঙ্কুর স্ত্রী সুমিত্রা মাহারা। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
শিশু শ্রম রুখতে কঠোর প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
শিশু শ্রম রুখতে কঠোর পদক্ষেপ করবে রাজ্য সরকার। বৃহস্পতিবার নদিয়ার রানাঘাটে অসংগঠিত শ্রমিকদের আর্থিক সহায়তা দান ও সচেতনতা শিবিরে এসে এমন কথাই বললেন রাজ্য সরকারের শ্রম দফতরের কমিশনার জাভেদ আখতার। তিনি বলেন, “শিশু শ্রমিকদের দিয়ে যারা কাজ করাবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কয়েক দিন আগে ৪ জন শিশুকে উদ্ধার করা হয়েছে। দোকান ও কারখানার মালিকদের কাছ থেকে কুড়ি হাজার টাকা জরিমানাও করা হয়েছে।” এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন রানাঘাটের সহকারী লেবার কমিশনার বিতান দে, রানাঘাটের মহকুমাশাসক আজহার এ তৌসিফ, রানাঘাট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ-সহ অন্যান্যরা। |