টি-২০ টুর্নামেন্ট
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত নিহার দত্ত ও শৈলেনচন্দ্র দাস স্মৃতি টি-২০ টুর্নামেন্ট শুরু হয়েছে কামদাকিঙ্কর স্টেডিয়ামে। বৃহস্পতিবার সকাল ৯টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন মহকুমাশাসক (সিউড়ি সদর) চন্দ্রনাথ রায়চোধুরী। উপস্থিত ছিলেন, সাঁইথিয়া পুরসভার তিন কাউন্সিলর সব্যসাচী দত্ত, শান্তনু রায় ও অম্বিকা দত্ত এবং সাঁইথিয়া হাইস্কুলের শিক্ষক তথা ক্রীড়াবিদ মুকলেশ্বর রহমান প্রমুখ। কলকাতা, বর্ধমান, মেদিনীপুর ও বীরভূমের দু’টি করে মোট ৮টি দল যোগ দিয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বেহালা ক্রিকেট অ্যাকাডেমি ও মেদিনীপুর ক্রিকেট অ্যাকাডেমি। বেহালা প্রথমে ব্যাট করে ১৫৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে মেদিনীপুর ১১২ রান করে। ম্যাচের সেরা হয়েছেন বেহালার জয়েস সেঠিয়া। দ্বিতীয় ম্যাচে দুর্গাপুর ক্রিকেট অ্যাকাডেমির কাছে ৬ উইকেটে পরাজিত হয় দমদম ক্রিকেট অ্যাকাডেমি। দমদম প্রথমে ব্যাট করে ৭২ রান করে। ৪ উইকেট হারিয়ে দুর্গাপুর ওই রান তুলে নেয়। ম্যাচের সেরা হয়েছেন দুর্গাপুরের অভিষেক তামাং। উদ্যোক্তাদের তরফে সাধন দাস বলেন, “রবিবার ফাইনাল ম্যাচ। এ বছরই প্রথম শুরু এই টি-২০ টুর্নামেন্ট।”
|
দেবযানীর জেল-হাজত
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
সিউড়ি, সাঁইথিয়া ও রাজনগর থানায় দায়ের করা তিনটি আর্থিক প্রতারণার আভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সারদা-কাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়কে ফের সিউড়ি আদালতে হাজির করানো হয়। এর আগে দেবযানীকে গত ১৮ নভেম্বর সিউড়ি আদালতে হাজির করানো হয়েছিল। এ দিন তাঁকে আলিপুর সেন্ট্রাল জেল থেকে সিউড়িতে নিয়ে আসা হয়। বিচারক সৌরভ জানা রায় তাঁকে ১৪দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন। আগামী ৭ জানুয়ারি ফের তাঁকে সিউড়ি আদালতে হাজির করানো হবে।
|
বাড়ি ছাড়তে হুমকির অভিযোগ |
জমি, বাড়ি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে পরিচারিকা, কাউন্সিলর এবং তাঁর সঙ্গীরা বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। এই মর্মে বৃহস্পতিবার বোলপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুবনডাঙ্গার বাসিন্দা কৌস্তভ সান্যাল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে কৌস্তভবাবুর বাড়ি এবং লাগোয়া কিছু জমি নিয়ে সমস্যা চলছে তাঁরই বাড়ির পরিচারিকা মিঠু মুখোপাধ্যায়ের সঙ্গে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর দীপা মাঝি। |