|
|
|
|
বেনিয়মের অভিযোগ, রাস্তা তৈরিতে বাধা
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
সরকারি পদ্ধতি মেনে রাস্তা নির্মাণ করা হচ্ছে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদার থেকে প্রশাসনের সকল স্তরে অভিযোগ জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। এই অভিযোগ তুলে এলাকার বাসিন্দাদের একাংশ ওই রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দিলেন। বৃহস্পতিবার ঘটনাটি ময়ূরেশ্বর থানা এলাকার কুন্দলা গ্রামের ঘটনা। কাজের বরাদ পাওয়া ওই ঠিকাদার অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।
প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেলা পরিষদের তত্বাবধানে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় সিউড়ি-বহরমপুর সড়ক সংলগ্ন গুমটাডাঙা থেকে নারায়ণঘাটি পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য প্রায় ৫ কোটি ১৩ লক্ষ ৭৩ হাজার টাকা বরাদ্দ হয়। প্রায় ১২ ফুট চওডা এবং ২ সেন্টিমিটার পুরু হওয়ার কথা। পাকা রাস্তার দু’দিকে প্রায় তিন ফুট করে কাঁচা রাস্তাও নির্মাণের কথা রয়েছে। কুন্দলা গ্রামের উপল মুখোপাধ্যায়, তপন ধীবরদের অভিযোগ, “নির্দেশ মতো রাস্তার কাজ তো হচ্ছেই না, বেশ কিছু জায়গায় পিচ দেওয়ার পরই পাথর বেরিয়ে আসছে। সকল স্তরে জানিয়েও লাভ হইনি।”
ঠিকাদার রেবতিরঞ্জন ভট্টাচার্য অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “নিয়ম মতো কাজ হচ্ছে। তবে যেখানে প্রয়োজনীয় জায়গা পাওয়া যাইনি সেখানে হয়তো রাস্তার পরিমাপ কিছুটা কম করতে হয়েছে। আসলে একটি পরিবার তাদের নিজস্ব নিকাশি সমস্যার জন্য উদ্দেশ্যপ্রণোদিত কারণে মিথ্যা অভিযোগ করেছেন।” আবার গ্রামবাসীদেরই একাংশ প্রশাসনের কাছে রাস্তা নির্মাণের জন পাল্টা আবেদন করেন। তাঁদের দাবি, অভিযোগকারীরা বছরের বেশিরভাগ সময় বাইরে থাকেন। তাই রাস্তার কাজ বন্ধ হয়ে গেলে, তাঁদের কিছু যায় আসে না। |
|
|
|
|
|