ফ্লেক্স ছেঁড়ার নালিশ কাটোয়ায়
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের ছবি দেওয়া ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। বৃহস্পতিবার এ ব্যাপারে কাটোয়া থানায় অভিযোগও দায়ের করে তৃণমূল। তাঁদের অভিযোগ, কাটোয়া শহরের কংগ্রেস অফিসের কাছে স্টেশন বাজার চৌরাস্তা, জবা ভিডিও হলের কাছে এবং গোয়ালপাড়ার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়ের ফ্লেক্স ছিল। ওই তিন জায়গার ফ্লেক্সগুলিই রাতের অন্ধকারে ছিঁড়ে দেওয়া হয়েছে। দলের জেলা কমিটির অন্যতম সাধারণ সম্পাদক শমীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের (তমাল) অভিযোগ, “কলেজ নির্বাচন যত এগিয়ে আসছে তত ভয় পাচ্ছে কংগ্রেস। সে কারণেই আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্বের ছবি দেওয়া ফ্লেক্স ছিঁড়ে কাটোয়াতে অশান্তি বাধাবার চেষ্টা কেছে।” তবে ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন কংগ্রেসের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “এ সবের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। পুলিশকে দিয়ে তদন্ত করাক।” পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়া গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
|
সরব শিক্ষকেরা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
গত দু’বছর ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বা কলা বিভাগে কোনও ডিন নেই। কর্ম সমিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধিত্ব নেই। শিক্ষা সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ কাজ বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ তুলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয় টিচার্স অ্যাসোসিয়েশন (বুটা)। সোমবার এ নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করেছেন তাঁরা। উপাচার্য স্মৃতিকুমার সরকার বলেন, “আমার সঙ্গে প্রতিনিধিদের বিস্তারিত আলোচনার পরেও বুটা-র স্মারকলিপিটি সংবাদমাধ্যমে পাঠানো হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারব না।”
|
প্রতিভার খোঁজে
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
টানা ১৩ বছর ধরে প্রতিভাবান শিশুদের খোঁজে প্রতিযোগিতার আয়োজন করে বর্ধমানের ধ্রুবতারা পত্রিকা। এবারও বিসি রোডের সিএমএস স্কুলে শনি ও রবিবার প্রতিযোগিতা হবে। আবৃত্তি, নাচ, গান, ছবি আঁকা, প্রবন্ধ, গল্প বলা ইত্যাদি ৪০টি বিষয়ে প্রায় ৬০০ প্রতিযোগী যোগ দেবেন বলে জানান পত্রিকার সম্পাদক মুশার্রফ আজম।
|
এখনও বন্ধ কলেজ
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
বেশ কয়েকদিন বন্ধ থাকার পরে আগামী সোমবার থেকে কাটোয়া কলেজ খুলবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। গত সপ্তাহে পরপর দু’দিন ছাত্র পরিষদ ও টিএমসিপির মধ্যে গোলমালের জেরে ক্লাস বন্ধ রাখা হয় কাটোয়া কলেজে। হাতাহাতি, ইট ছোড়ায় বেশ কয়েকজন ছাত্র আহতও হন। তারপর থেকেই কলেজ বন্ধ ছিল। |