ব্যবসায়ী খুনে দুষ্কৃতী অধরাই
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও আসানসোলের ব্যবসায়ী খুনের কিনারা করতে পারল না পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ি ফেরার পথে খুন হন ব্যবসায়ী কানু গড়াই। দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে বৃহস্পতিবার প্রায় দু’ঘণ্টা আসানসোল দক্ষিণ থানায় বিক্ষোভ অবস্থান কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি। কর্মী-সমর্থকদের ভিড় মাঝ রাস্তায় এসে পড়ে। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ ব্যহত হয় যান চলাচল। পরে বিজেপির পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানার পুলিশকে। আসানসোল দক্ষিণ থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। এ দিনই দোষীদের গ্রেফতারের দাবিতে আসানসোল চেম্বার অফ কমার্স একটি স্মারকলিপি দেয় আসানসোলের পুলিশ কমিশনারকে। চেম্বারের সভাপতি সুব্রত দত্ত অভিযোগ করেন, বুধবারের খুনের ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। পুলিশ কমিশনার বিনীত গোয়েল এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীদের। বুধবার সকাল থেকেই আসানসোল শহর জুড়ে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়। বৃহস্পতিবার দোকানপাট খুললেও ব্যবসায়ীদের মধ্যে ছিল আতঙ্ক। কমিশনারেটের এক পুলিশ কর্তা জানান, প্রাথমিক তদন্তের পর অনুমান সুপরিকল্পিতভাবেই খুন করা হয়েছে কানুবাবুকে। এই ঘটনায় পরিচিত কেউ জড়িয়ে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তাঁর ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে।
পুরনো খবর: রাতের পথে খুন ব্যবসায়ী, বিক্ষোভ দিনভর
|
এসার নিয়ে বৈঠক হল না
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
গ্রামে একশো দিনের কাজ চলছে। তাই পুলিশের উদ্যোগে ডাকা বৈঠকে এলেন না গ্রামবাসীরা। ফলে, ফরিদপুর (লাউদোহা) থানায় এসার কর্তৃপক্ষের কাছে গ্রামবাসীর দাবি-দাওয়া নিয়ে বৈঠক হল না বৃহস্পতিবার। বুধবার বড়গোড়িয়া গ্রামের বাসিন্দারা রাস্তা সংস্কার, জমির বিনিময়ে ক্ষতিপূরণ না পাওয়া, প্রকল্পের বর্জ্য জলে দূষণ, স্কুলের উন্নয়নে দেওয়া এসারের চেক বাউন্স হওয়া-সহ নানা অভিযোগে একটি পিটের রাস্তা আটকে বিক্ষোভ দেখান। ঘণ্টা চারেক পরে পুলিশি মধ্যস্থতায় স্বাভাবিক হয় পরিস্থিতি। এর পরেই বৃহস্পতিবার সব পক্ষকে নিয়ে একটি বৈঠক করার সিদ্ধান্ত নেয় পুলিশ। গ্রামের বাসিন্দা অর্জুন মণ্ডল, রাজীব মণ্ডলেরা জানান, গ্রামে একশো দিনের কাজ চলার কারণে সবাই ব্যস্ত আছেন। তাই বৈঠকে যোগ দিতে পারেননি কেউ।
|
বুদবুদে দাঁড়াবে কলকাতার বাস
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
কলকাতাগামী দু’টি বাস বুদবুদে দাঁড়াবে বলে জানিয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। বুদবুদ চেম্বার অফ কর্মাসের সভাপতি রতন সাহা জানান, অনেক দিন থেকেই বুদবুদের মানুষজন সংস্থাকে এই দাবি জানিয়ে আসছিলেন। স্বাভাবিক ভাবেই এই নির্দেশ আসার পর খুশি বুদবুদের বাসিন্দারা। রতনবাবু আরও জানান, বাসের সংখ্যা যাতে আরও বাড়ানো হয় সে বিষয়ে আবেদন জানানো হবে।
|
বার্ষিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • আসানসোল ও রূপনারায়ণপুর |
লিটল ম্যাগাজিন ‘কাল’-এর চতুর্থ বর্ষের উৎসব হয়ে গেল আসানসোল ট্রিনিটি ট্রাস্ট সভাঘরে। কয়েক জন কবি, সাহিত্যিককে বুধবার সংবর্ধনা দেওয়া হয়। ছিল গান এবং কবিতা পাঠের আসর। এ দিনই ‘আজকের যোধন’ লিট্ল ম্যাগাজিনের ৩০তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হল হিন্দুস্থান কেবলস্ অতিথি নিবাসে। ছিল স্বরচিত কবিতা পাঠের আসর।
|
চিত্র প্রদর্শনী
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
ছবির মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হল বৃহস্পতিবার। পানাগড় গ্রামের একটি ছবি আঁকার স্কুল এই উৎসবের আয়োজন করে। চার দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হয়েছিল সোমবার। এই অনুষ্ঠানে প্রদর্শিত হয় ছোটদের আঁকা ছবি। প্রতি দিনই ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। ম্যাজিক শো দিয়ে শেষ হয় উৎসব।
|
রানিগঞ্জে বইমেলা
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
২৩তম রানিগঞ্জ বইমেলা শুরু হচ্ছে আজ শুক্রবার। চলবে ২ জানুয়ারি পর্যন্ত। সিহারশোল রাজ উচ্চবিদ্যালয় তথা শিশুবাগান মাঠে অনুষ্ঠিত হচ্ছে এ বারের বইমেলা। প্রতিদিনই থাকছে নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান। মেলায় থাকছে ৪০টি বইয়ের স্টল। |